ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের বৈশিষ্ট্য (Characteristics of Indo-European Language family)
INFO Breaking
Live
wb_sunny

Breaking News

ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের বৈশিষ্ট্য (Characteristics of Indo-European Language family)

ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের বৈশিষ্ট্য (Characteristics of Indo-European Language family)

 


  1. ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের সবচেয়ে প্রাচীন ভাষা হল ইন্ডিয়ান বা ইন্ডিক।
  2. এই ভাষাপরিবারের সবচেয়ে বৃহত্তম গ্রুপ হল জার্মানিক যা থেকে ইংরেজি ভাষার উৎপত্তি।
  3. আর্মেনিয়ান হল ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের সবচেয়ে ক্ষুদ্রতম ভাষা।
  4. এই ভাষাগোষ্ঠীর অন্তর্গত আলবেনিয়ান ভাষায় কোন ব্যাকরণবিদ্যা নেই।
  5. এই ভাষা পরিবারের অন্তর্গত আনাতোলিয়ান এবং তোখরীয় ও ভাষা দুটির বর্তমানে কোন অস্তিত্ব নেই।
  6. ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠী ক্রমাগত বাসস্থান বদলানোর ফলে এখানে ভাষা ও সংস্কৃতির মিশ্র রূপ দেখা যায়।
  7. ভাষাবিদ্ আলবার্ট সি. বাঘ ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারকে Centum ও Satem নামে দুটি গ্রুপে বিভক্ত করেছেন।
  8. ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের অনেক ভাষা ক্রমাগত বিবর্তন ও বিকাশের মাধ্যমে পৃথিবীর কোন না কোন জায়গায় আজও বর্তমান, তাই এই ভাষা পরিবারকে Proto-indo-european ও বলা হয়ে থাকে।
  9. ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের জার্মানিক গ্রুপের প্রধান ভাষা ইংরেজি প্রায় সকল ভাষার কাছ থেকে শব্দ নিয়ে নিজেকে সর্বরূপে উন্নত করেছে সেজন্য ইংরেজি ভাষাকে Synthetic language বা সংশ্লেষিত ভাষা বলা হয়।
  10. এই পরিবারের অনেক ভাষাকে সুক্ষ্মভাবে অধ্যয়ন করলে সেই ভাষার স্থান, কাল ও সংস্কৃতি সহজেই অনুমান করা যায়।
  11. ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবার বহু ধর্ম ও তত্ত্ব দ্বারা আংশিকভাবে প্রভাবিত।
  12. এই ভাষা পরিবারের প্রতিটি ভাষায় স্বতন্ত্র ব্যাকরণ লক্ষ্য করা যায়, যার কোনটা নমনীয় আবার কোনটা দুষ্পরিবর্তনীয়।
  13. এই ভাষাপরিবারের অনেক উপভাষা কালক্রমে ভাষায় পরিণত হয়েছে।

0 Comments: