
Language
ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের বৈশিষ্ট্য (Characteristics of Indo-European Language family)
- ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের সবচেয়ে প্রাচীন ভাষা হল ইন্ডিয়ান বা ইন্ডিক।
- এই ভাষাপরিবারের সবচেয়ে বৃহত্তম গ্রুপ হল জার্মানিক যা থেকে ইংরেজি ভাষার উৎপত্তি।
- আর্মেনিয়ান হল ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের সবচেয়ে ক্ষুদ্রতম ভাষা।
- এই ভাষাগোষ্ঠীর অন্তর্গত আলবেনিয়ান ভাষায় কোন ব্যাকরণবিদ্যা নেই।
- এই ভাষা পরিবারের অন্তর্গত আনাতোলিয়ান এবং তোখরীয় ও ভাষা দুটির বর্তমানে কোন অস্তিত্ব নেই।
- ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠী ক্রমাগত বাসস্থান বদলানোর ফলে এখানে ভাষা ও সংস্কৃতির মিশ্র রূপ দেখা যায়।
- ভাষাবিদ্ আলবার্ট সি. বাঘ ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারকে Centum ও Satem নামে দুটি গ্রুপে বিভক্ত করেছেন।
- ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের অনেক ভাষা ক্রমাগত বিবর্তন ও বিকাশের মাধ্যমে পৃথিবীর কোন না কোন জায়গায় আজও বর্তমান, তাই এই ভাষা পরিবারকে Proto-indo-european ও বলা হয়ে থাকে।
- ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের জার্মানিক গ্রুপের প্রধান ভাষা ইংরেজি প্রায় সকল ভাষার কাছ থেকে শব্দ নিয়ে নিজেকে সর্বরূপে উন্নত করেছে সেজন্য ইংরেজি ভাষাকে Synthetic language বা সংশ্লেষিত ভাষা বলা হয়।
- এই পরিবারের অনেক ভাষাকে সুক্ষ্মভাবে অধ্যয়ন করলে সেই ভাষার স্থান, কাল ও সংস্কৃতি সহজেই অনুমান করা যায়।
- ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবার বহু ধর্ম ও তত্ত্ব দ্বারা আংশিকভাবে প্রভাবিত।
- এই ভাষা পরিবারের প্রতিটি ভাষায় স্বতন্ত্র ব্যাকরণ লক্ষ্য করা যায়, যার কোনটা নমনীয় আবার কোনটা দুষ্পরিবর্তনীয়।
- এই ভাষাপরিবারের অনেক উপভাষা কালক্রমে ভাষায় পরিণত হয়েছে।
0 Comments: