
BSAEU, Semester-I, Course-IV স্কিমা তৈরিতে শিক্ষকের গুরুত্বপূর্ণ ভূমিকা
স্কিমা হল মানুষের দ্বারা সংগৃহীত জ্ঞানভান্ডার বা অর্জিত তথ্যসমূহের একক সংগঠন। প্রতিমুহূর্তে মানুষের মধ্যে যে জ্ঞান বা তথ্য সংগৃহিত হচ্ছে সেটি হল স্কিমা বা তথ্যকোষ। স্কিমা নতুন তথ্য আয়ত্ত করার সাথে সাথে সম্প্রসারিতও হতে থাকে। সমগ্র জীবনব্যাপী স্কিমা সম্প্রসারিত হয়।
স্কিমা শব্দের উদ্ভাবক কান্ট হলেও মনোবিজ্ঞানী বার্টলেট প্রথম শিক্ষাক্ষেত্রে স্কিমা তত্ত্বের ধারণা দেন। পরবর্তীকালে পিঁয়াজে এই ধারণাটির সম্প্রসারণ ঘটান।
শ্রেণিকক্ষে স্কিমা তৈরিতে শিক্ষকের গুরুত্বপূর্ণ ভূমিকাগুলি নিম্নে আলোচনা করা হল-
১) পৃথক পৃথক বিষয়ের পৃথক পৃথক স্কিমা তৈরি হয়। শিক্ষক মহাশয় সর্বপ্রথম শিক্ষার্থীদের মনে এই ধারণা গড়ে তুলবেন।
২) শিক্ষক মহাশয় কোন গুরুত্বপূর্ণ পাঠ্যবিষয় বারবার শ্রেণিকক্ষে আলোচনা করবেন তাহলেই শিক্ষার্থীর মনে সেই সংক্রান্ত তথ্যকোষ বা স্কিমা গঠিত হয়ে যাবে।
৩) স্কিমা অর্থাৎ প্রজ্ঞামূলক তথ্যসমূহ সংগঠিত হয়ে পরবর্তীকালে কোন নতুন চিন্তামূলক কর্মের সূত্রপাত ঘটাতে পারে। শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের মধ্যে এই বোধ গড়ে তুলবেন।
৪) পাঠ্যবস্তুর কোন বিষয় যদি শিক্ষার্থীর কাছে জটিল মনে হয় এবং তার বর্তমান স্কিমা বা তথ্যকোষ তার ব্যাখ্যা দিতে না পারে তাহলে সেই বিষয়কে প্রয়োজন মত বিশ্লেষণ করে সহজতর করে যাতে স্কিমার সঙ্গে যুক্ত করা যায় তাই বিষয়টিকে সার্থক করে তুলতে শিক্ষককে বিশেষ ভূমিকা নিতে হবে।
৫) স্কিমায় সঞ্চিত জ্ঞান শিক্ষার্থীর অনুমান ক্ষমতা বৃদ্ধি করে, তাই শিক্ষার্থীদের স্কিমা গঠনের এই উপযোগিতার কথা শিক্ষক মহাশয় পূর্বেই জানিয়ে দেবেন।
৬) কোন বিষয়ের অন্তর্নিহিত জ্ঞান অর্জনের ক্ষেত্রে স্কিমা সহায়তা করে। শিক্ষক মহাশয় এই বিষয়টি শিক্ষার্থীদের স্মরণ করিয়ে দেবেন।
৭) শিরোনাম ছাড়া কোন বিষয় সম্পর্কে স্বচ্ছ স্কিমা গঠন করা যায় না। স্কিমার এই সীমাবদ্ধতার কথাও শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের জানিয়ে দেবেন।
৮) অনেক সময় স্কিমার দ্বারা অর্জিত জ্ঞান বিমূর্ত হয়ে থাকে, এই সীমাবদ্ধতার বিষয়েও শিক্ষার্থীদের অবগত করবেন শিক্ষক মহাশয়।
৯) স্কিমা বা তথ্যকোষ শিক্ষার্থীর মনে অনেক সময় অত্যাধিক প্রত্যাশার জন্ম দেয়। তাই শিক্ষক মহাশয় এই বিষয়টির প্রতি বিশেষ গুরুত্ব দেবেন।
১০) স্কিমা বা তথ্যকোষ নতুন জ্ঞান অর্জনের সহায়ক, তবে সব বিষয়ে স্কিমার দ্বারা বিশ্লেষণ করা উচিত নয়। তাই শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের এ বিষয়ে সচেতন করবেন।
উপরিউক্ত বিষয়গুলি আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম স্কিমা বা তথ্যকোষ শিখনের ক্ষেত্রে শিক্ষার্থীদের বিভিন্নভাবে সাহায্য করে থাকে। তাই শিক্ষার্থীর স্কিমা গঠনে ও স্কিমা সম্প্রসারণে শিক্ষক মহাশয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। সেই সঙ্গে তিনি স্কিমার সীমাবদ্ধতার দিকগুলি সম্পর্কেও শিক্ষার্থীদের সচেতন করবেন।
0 Comments: