.jpeg)
B.S.A.E.U Course-IV, পাঠ প্রণালীর প্রকৃতি (Nature of Reading)
পাঠ প্রণালীর প্রকৃতি বর্ণনা করতে গিয়ে নর্দান অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ভাষাবিদ উইলিয়াম গ্রেব (William Grabe) দশটি প্রক্রিয়ার উল্লেখ করেছেন এগুলি নিম্নে আলোচনা করা হল-
i) দ্রুততর প্রক্রিয়া- আদর্শ পাঠের জন্য পাঠককে অবশ্যই দ্রুততর প্রক্রিয়া অবলম্বন করতে হবে অর্থাৎ মিনিটে অন্তত ২৫০-৩০০ শব্দ উচ্চারণ করতে হবে।
ii) উপলব্ধিমূলক প্রক্রিয়া- শব্দ উচ্চারণের সাথে সাথে মনন, চিন্তন, অর্থ উৎপাদন, বোধশক্তির উৎপত্তি -এই প্রক্রিয়াগুলি একই সাথে চলতে থাকে। পঠন দক্ষতার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল বোধ উৎপত্তি প্রক্রিয়া বা উপলব্ধিমূলক প্রক্রিয়া।
iii) সংযোগমূলক প্রক্রিয়া- পাঠ চলাকালীন পাঠক ও লেখকের মধ্যে মিথস্ক্রিয়া চলতে থাকে যেটিকে বলা হয় সংযোগমূলক প্রক্রিয়া।
iv) নমনীয়তামূলক প্রক্রিয়া- পাঠ্যবস্তু উপলব্ধির জন্য পাঠকের উদার মন ও মানসিকতার প্রয়োজন, এটিই হল নমনীয় প্রক্রিয়া।
v) উদ্দেশ্যমুখী প্রক্রিয়া- বিষয়বস্তু পাঠ করার পেছনে পাঠকের বিভিন্ন রকম উদ্দেশ্য থাকে এবং পাঠের মাধ্যমেই তিনি তার উদ্দেশ্য পূরণ করে থাকেন, এটি পাঠের উদ্দেশ্যমুখী প্রক্রিয়া।
vi) শিখন প্রক্রিয়া- পাঠ চলাকালীন পাঠক প্রতিমুহূর্তেই স্বতঃস্ফূর্তভাবে অনেক পন্থা ও দক্ষতা অর্জন করে থাকে, এটি হল পাঠের শিখন প্রণালী বা প্রক্রিয়া।
vii) ভাষাতত্ত্বমূলক প্রক্রিয়া- পাঠ প্রণালী চলাকালীন পাঠক পাঠ্য পুস্তকের ভাষা অনায়াসেই আয়ত্ত করতে থাকে, এটিকেই ভাষাগত বা ভাষাতত্ত্ব মূলক প্রক্রিয়া বলা হয়।
viii) কার্যকরী/ফলপ্রদ প্রক্রিয়া- পাঠ চলাকালীন পাঠক বিষয়বস্তুকে মানসিকভাবে সারাংশ রূপ দেওয়ার, অনুমান করার, সংগৃহীত তথ্য সাজানো ইত্যাদি কাজগুলি করে থাকেন যা কার্যকরী প্রক্রিয়ার অন্তর্গত।
ix) কৌশলমূলক প্রক্রিয়া- বিষয়বস্তু পাঠ করাকালীনই পাঠক বিভিন্ন পঠন কৌশল ধীরে ধীরে আয়ত্ত করতে থাকে, এটি হল কৌশলমূলক প্রক্রিয়া।
x) মূল্যায়নমূলক প্রক্রিয়া- পাঠ্যবস্তু থেকে অর্জিত জ্ঞান পাঠকের মন সর্বদা মূল্যায়ন করে চলে এবং এই মূল্যায়নের মাধ্যমেই পাঠক পাঠ্যবস্তুর সামর্থ্য উপলব্ধি করে থাকে, এটিই হল পাঠের মূল্যায়ন মূলক প্রক্রিয়া।
এই প্রক্রিয়াগুলি সঠিকভাবে অর্জন করে বিষয়বস্তু পাঠের ক্ষেত্রে সফলভাবে প্রয়োগ করতে পারলেই আদর্শ পঠন দক্ষতা অর্জন করা সম্ভব। সুতরাং একথা বলা যেতে পারে পাঠ প্রণালীর প্রকৃতি উপরে উল্লেখিত এই দশটি প্রক্রিয়ার উপরেই নির্ভর করে।
0 Comments: