পাঠক্রমের বিস্তৃতিতে ভাষার ভূমিকা (Role of Language across curriculum)
INFO Breaking
Live
wb_sunny

Breaking News

পাঠক্রমের বিস্তৃতিতে ভাষার ভূমিকা (Role of Language across curriculum)

পাঠক্রমের বিস্তৃতিতে ভাষার ভূমিকা (Role of Language across curriculum)


    শিক্ষার একটি অপরিহার্য উপাদান হল পাঠক্রম। শিক্ষাবিদ Crow & Crow বলেছেন- "বিদ্যালয় ও বিদ্যালয়ের বাইরে শিক্ষার্থীর সমস্ত অভিজ্ঞতা যা তার মানসিক, প্রাক্ষোভিক, সামাজিক, নৈতিক এবং আধ্যাত্মিক জীবন বিকাশের সহায়ক তার সমন্বয় হল পাঠক্রম"। শিক্ষার্থীর এই মানসিক, দৈহিক, প্রাক্ষোভিক, সামাজিক ও নৈতিক বিকাশের জন্য প্রয়োজন সাবলীল ভাষার। সেকারণে পাঠক্রমে ভাষার ভূমিকাকে কখনোই উপেক্ষা করা যায় না। তাই পাঠক্রমে ভাষার ভূমিকা অপরিসীম। এই পর্যায়ে আমরা আলোচনা করব পাঠক্রমের বিস্তারে ভাষা কিভাবে সাহায্য করে। 


১) পাঠক্রমের ভাষা সহজ সরল হলে পাঠ্যবস্তু সহজেই শিক্ষার্থীর আত্মস্থ হবে এবং শিক্ষার্থীরা খুব দ্রুত জ্ঞান বিনিময় ও জ্ঞানের সঞ্চার ঘটাতে পারে।


২) পাঠক্রমে উপযুক্ত ভাষার ব্যবহার শিক্ষার্থীর মানসিক গুণাবলীর বিকাশ ঘটাতে সাহায্য করে।


৩) বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীর বয়স, রুচি ও চাহিদা অনুযায়ী পাঠক্রমের ভাষা নির্বাচন করলে সেই পাঠক্রম শিক্ষার্থীর সর্বাঙ্গীণ বিকাশের সহায়ক হয়ে ওঠে। 


৪) পাঠ্যবস্তুর বিষয় অনুযায়ী ভাষা নির্বাচিত হবে এবং ভাষার দুর্বোধ্যতা ও জটিলতাও নির্দেশিত হবে। 


৫) পাঠক্রমের ভাষা সংক্ষিপ্ত অথচ বহুভাব প্রকাশের সক্ষম হলে শিক্ষার্থী খুব অল্প সময়েই অধিক জ্ঞান লাভ করতে সমর্থ হবে।

 

৬) অনুবাদমূলক পাঠ্যবস্তুর ক্ষেত্রে ভাষা অনুবাদের সঙ্গে ভাবানুবাদ এবং রসানুবাদ ও প্রয়োজন। 


৭)সমালোচনামূলক পাঠ্যবস্তুর ভাষা হবে তুলনামূলকভাবে তির্যক ও আলোচ্য বিষয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ। 


৮) সাহিত্য বিষয়ক পুস্তকের ভাষা ব্যবহারের রীতি বিভিন্ন প্রকারের হবে। যেমন, প্রবন্ধ ও নিবন্ধনের ভাষা হবে সংক্ষিপ্ত অথচ সাবলীল; আবার পত্র, প্রতিবেদন প্রভৃতির ভাষা হবে সহজ, সাবলীল ও বক্তব্য বিষয়ে উপস্থাপনের উপযুক্ত। 


৯) বিজ্ঞান বিষয়ক পাঠ্য পুস্তকের ভাষা হবে স্পষ্ট ও সরল। এখানে কোনরকম কাব্যিকতা থাকবে না। 


১০) শিক্ষার্থীর সামাজিক ও মানসিক সম্পর্কের সার্থক বিকাশে ভাষার অনুশীলন প্রয়োজন। কেননা পাঠক্রমে উপযুক্ত ভাষা ব্যবহারের মাধ্যমেই শিক্ষার্থীর সামাজিক ও মানসিক সত্তার বিকাশ ঘটে। 


ভাষার অর্থ ও ধারণা সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

0 Comments: