আই টি @ স্কুল প্রোজেক্ট (IT@ School Project)
INFO Breaking
Live
wb_sunny

Breaking News

 আই টি @ স্কুল প্রোজেক্ট (IT@ School Project)

আই টি @ স্কুল প্রোজেক্ট (IT@ School Project)

  আই টি @ স্কুল প্রোজেক্ট 

IT@ School Project



    IT@ School Project হল একটি তথ্যপ্রযুক্তিগত শিক্ষামূলক প্রকল্প যা ভারতবর্ষের কেরালা রাজ্যসরকারের সাধারণ শিক্ষা অধিদপ্তরের দ্বারা পরিচালিত হয়। গতানুগতিক শ্রেণীকক্ষ শিক্ষাব্যবস্থাকে দূরে সরিয়ে আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের দ্বারা শিক্ষাজগতে আমূল পরিবর্তন ঘটাতে 2001 সালে কেরালার তিরুবনন্তপুরমে এই প্রকল্পটির আনুষ্ঠানিক সূচনা করা হয়। পরবর্তীকালে 2017 সালের আগস্ট মাসে এই প্রকল্পের পরিবর্তিত নাম রাখা হয় Kerala Infrastructure and Technology for Education যা বর্তমানে KITE নামে পরিচিত। 

     প্রথম অবস্থায় এটি কেরালা রাজ্যের উচ্চ শিক্ষা বিভাগে চালু করা হয়েছিল। 2005 সালে দশম শ্রেণীতে এটিকে বাধ্যতামূলক হিসেবে রাখা হয়। এই প্রকল্পটিকে EDUSAT নেটওয়ার্কে বাস্তবায়নের জন্য একটি শিক্ষামূলক চ্যানেলের পরিচালনা করা হয় যেটি 2005 সালের 28 শে জুলাই তিরুবনন্তপুরমে ভারতবর্ষের তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর এ.পি.জে. আব্দুল কালাম উদ্বোধন করেন। এই চ্যানেলটির নাম রাখা হয় VICTERS (Virtual Classroom Technology on EDUSAT for Rural School) এটি দেশের প্রথম সম্পুর্ন শিক্ষামূলক চ্যানেল। এটি শিক্ষার্থী ও শিক্ষকদের একটি ইন্টারেক্টিভ ভার্চুয়াল ক্লাসরুম প্রদান করে থাকে যার দ্বারা তারা সরাসরি বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদের সাথে যোগাযোগ রাখতে সক্ষম হয়। 



কেরালা রাজ্যের প্রায় 12 হাজারের বেশি বিদ্যালয় এই প্রকল্পটির বাস্তবায়ন করা সম্ভব হয়েছে এবং সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী এক কোটি শিক্ষার্থী ও দুই লাখের বেশি শিক্ষক প্রকল্পটিতে অংশগ্রহণ করেছে। এই প্রকল্প পরিচালনায় যাতে কোনরূপ বাধার সৃষ্টি না হয় সে কারণে সারা রাজ্যব্যাপী প্রায় 160 জনের বেশি বিশেষজ্ঞ প্রশিক্ষক ও 5600 জন তথ্য প্রযুক্তি সহায়ক সমন্বয়কারী ব্যক্তি (Co-ordinator) রাখা হয়েছে।

Activities of the project:

  1. দক্ষতা নির্মাণের প্রশিক্ষণ: এই প্রকল্পের অন্তর্গত অন্যতম একটি কর্মসূচি হল দক্ষতা নির্মাণের প্রশিক্ষণ। এর মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থী নির্বিশেষে সকল শিক্ষিত ব্যক্তি তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে তাদের নিজস্ব শিক্ষন দক্ষতার আরও উন্নতি ঘটাতে পারে। এছাড়া যে সমস্ত শিক্ষক-শিক্ষার্থীরা প্রযুক্তি ব্যবহারে আগ্রহ দেখান না বা প্রযুক্তি ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত তাদেরকে এই প্রশিক্ষণ কর্মসূচির আওতায় নিয়ে এসে তাদের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করা সম্ভব হয়েছে। 
  2. পরিকাঠামোগত উন্নয়ন: 'ICT in School' নামক কেন্দ্রীয় প্রকল্পটির সাথে যৌথ উদ্যোগে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিগত পরিকাঠামো উন্নত করার প্রয়োজনীয় সাহায্য প্রদান করে থাকে। যার ফলস্বরূপ এখনো পর্যন্ত কেরালা রাজ্যের 4071 টি বিদ্যালয় কে এই কর্মসূচির অন্তর্ভুক্ত করা হয়েছে এবং বিদ্যালয়গুলিতে প্রাথমিকভাবে কম্পিউটার ল্যাব ও মাল্টিমিডিয়া রুম প্রস্তুত করা হয়েছে। এছাড়া অত্যাধুনিক ল্যাপটপ, ডি.এল.পি প্রজেক্টর, প্রিন্টার, স্ক্যানার ইত্যাদি প্রদান করা হয়েছে। এই কর্মসূচিতে নতুন যন্ত্রাংশ প্রদানের পাশাপাশি পুরাতন কম্পিউটারগুলিকে মেরামত করার সুবিধা রয়েছে। বর্তমানে কেরালার সকল উচ্চমাধ্যমিক বিদ্যালয়গুলিতে BSNL ব্রডব্যান্ড পরিসেবা দ্বারা ইন্টারনেট সংযোগ স্থাপন করা সম্ভবপর হয়েছে। 
  3. উন্নত শিক্ষামূলক উপকরণ এর প্রস্তুতি: জাতীয় পাঠক্রম রুপরেখার উপর ভিত্তি করে নতুন পাঠক্রমের কথা মাথায় রেখে এই কর্মসূচির মাধ্যমে বিভিন্ন ধরনের শিক্ষামূলক উপকরণ প্রস্তুত করা হয়। নিজস্ব কিছু সফটওয়্যার, অ্যাপ্লিকেশন নির্মাণ করা হয়েছে, কেরালা রাজ্যের সমস্ত বিদ্যালয়ে সেগুলি ব্যবহার করা হয়ে থাকে এগুলোর মধ্যে রয়েছে Chemtool, Dr. Geo, Geogebra, Kalcium, Rasmol ইত্যাদি। এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের মাল্টিমিডিয়া, সিডি, হ্যান্ডবুক, প্রশিক্ষণ মডিউল। এখানে আলাদা আলাদা বিষয়ের জন্য ভিন্ন ভিন্ন উপকরণের ব্যবস্থা রয়েছে। রাজ্যের বিভিন্ন স্তরের বিদ্যালয় সম্পর্কিত তথ্যাবলী পরিবেশনের উদ্দেশ্যে www.schoolwiki.in নামক ওয়েবসাইট নির্মাণ করা হয়েছে। 
  4. স্যাটেলাইট ভিত্তিক শিক্ষা ব্যবস্থা: IT@ School Project নামক প্রকল্পটি জন্মলগ্নে কেবল কয়েকটিমাত্র বিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু পরবর্তীকালে কেরালার সমস্ত বিদ্যালয়কে এই কর্মসূচীর আওতায় নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। তাই এই বৃহৎ পরিষেবার কথা মাথায় রেখে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)র প্রযুক্তিগত সহায়তা কে কাজে লাগিয়ে এই প্রকল্পটি EDUSAT এর উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের শিক্ষামূলক অনুষ্ঠান সম্প্রচার করে থাকে। 
  5. ই-গভর্নেন্স পরিষেবা: এই প্রকল্পটির দ্বারা কেরালা রাজ্যে ই-গভর্নেন্স পরিসেবাকে সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য পরিসেবাগুলি হল- 
  • SPARK পরিসেবার বাস্তবায়ন। 
  • কেন্দ্রীয় অনলাইন পাঠ্যপুস্তক সহায়ক সিস্টেম। 
  • শিক্ষকদের অনলাইনের দ্বারা স্থানান্তরকরণ। 
  • প্লাস ওয়ান শ্রেণীতে ভর্তির জন্য একক প্রবেশাধিকার পদ্ধতি। 
  • প্রাক্ মাধ্যমিক বৃত্তি ইত্যাদি। 

   

0 Comments: