ইন্টারনেটের সংক্ষিপ্ত পরিচয় (Introduction to Internet)
INFO Breaking
Live
wb_sunny

Breaking News

ইন্টারনেটের সংক্ষিপ্ত পরিচয় (Introduction to Internet)

ইন্টারনেটের সংক্ষিপ্ত পরিচয় (Introduction to Internet)

 🕸️ ইন্টারনেটের সংক্ষিপ্ত পরিচয় 🕸️

(Introduction to Internet) 



১) ইন্টারনেট কি?
উত্তর: ইন্টারনেট হল Inter-Network এর একটি সংক্ষিপ্ত রূপ। যার দ্বারা একটি বিশেষ গেটওয়ে বা রাউটারের মাধ্যমে কম্পিউটার নেটওয়ার্কগুলিকে একে অপরের সঙ্গে সংযুক্ত করা হয়। অর্থাৎ ইন্টারনেট হল একটি অন্তর্জাল বিশিষ্ট নেটওয়ার্ক ব্যবস্থা যা সারা পৃথিবী জুড়ে বিস্তৃত অনেকগুলি কম্পিউটার নেটওয়ার্কের সমষ্টি। এককথায় ইন্টারনেট হল সেই ব্যবস্থা যা হার্ডওয়ার ও সফটওয়্যার এর মাধ্যমে কম্পিউটার গুলির মধ্যে আন্তর্জাতিক তথ্য যোগাযোগ ব্যবস্থা তৈরি করে।

২) কোন দেশ সর্বপ্রথম ইন্টারনেট ব্যবহার করে?
উত্তর: ইন্টারনেট সর্বপ্রথম আবিষ্কার হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত এর মাঝে যোগাযোগ ব্যবস্থা যাতে বন্ধ না হয়ে যায় সেই কারণে MILNET নামক একটি কোম্পানি ইন্টারনেট ব্যবহার শুরু করে। 

৩) ইন্টারনেট কে কবে আবিষ্কার করেন? 
উত্তর: ১৯৬৯ সালের ৪ঠা জানুয়ারি ইন্টারনেট আবিষ্কার করেন আমেরিকান বিজ্ঞানী  (Vinton Gray Cerf) ভিন্টন গ্রে সার্ফ। তখন সেটি ARPANET (Advanced Research Projects Agency) নামে পরিচিত ছিল। 

৪) ইন্টারনেট এর উপাদান গুলি কি কি?
উত্তর: ইন্টারনেট এর উপাদান গুলি হল- 
  1. Host 
  2. Networks in internet 
  3. Network equipments in internet. 
  4. Connection medias. 
  5. Internet protocols. 
৫) রাউটার (Router) বলতে কী বোঝায়?
উত্তর: রাউটার হল এমন একটি ডিভাইস বা যন্ত্র যা একটি নেটওয়ার্কে অবস্থানরত হোস্ট থেকে অন্য কোন হোস্টের নিকট রাউটিং এর মাধ্যমে তথ্য আদান-প্রদান করে। রাউটারের প্রধান কাজ হল নেটওয়ার্ক সুইচ এর বিপরীতে যে বিভিন্ন ডাটা লাইন থাকে সেগুলিকে একটি নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত করা। 

৬) ইন্টারনেট প্রটোকল স্যুট বলতে কী বোঝায়?
উত্তর: ইন্টারনেট প্রটোকল স্যুট (Internet Protocol Suite) হল সেইসব যোগাযোগ প্রটোকলের সমষ্টি যাদের উপর ভিত্তি করে ইন্টারনেট ও কম্পিউটার নেটওয়ার্কের বিভিন্ন কাজগুলো সম্পন্ন হয়ে থাকে এটি মূলত দুটি প্রোটোকলের সমষ্টিরূপ। একটি হল TCP (Transmission Control Protocol) এবং অপরটি হল IP (Internet Protocol)

৭) IP বলতে কী বোঝায়?
উত্তর: IP (Internet Protocol) হল প্রটোকল স্যুটের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় প্রটোকল। IP ব্যবহার করে কম্পিউটার ও ইন্টারনেট এর মধ্যে যোগাযোগ সাধন করা হয়। কোন তথ্যকে ক্ষুদ্র এককে বিভক্ত করে নির্দিষ্ট গন্তব্যস্থলের রাস্তা দেখায় ইন্টারনেট প্রটোকল। এর অন্যতম কাজ হল নেটওয়ার্কে যুক্ত বিভিন্ন যৌক্তিক ঠিকানা নির্ণয় করা। 

৮) FTP বলতে কী বোঝায়?
উত্তর: FTP এর সম্পূর্ণ নাম হল ফাইল ট্রান্সফার প্রোটোকল (File Transfer Protocol)। বিভিন্ন তথ্য আদান-প্রদানের জন্য এটিকে ব্যবহার করা হয়। এই প্রোটোকলের কাজটি সঠিকভাবে সম্পন্ন করার জন্য দুটি মেশিনের প্রয়োজন হয়। একটি মেশিন থেকে তথ্য প্রেরণ করা হয় এবং অপরটি থেকে তথ্য গ্রহণ করা হয়। সমস্ত প্রকার আর্টিকেল, ডাটাবেস, গবেষণাপত্র, সাহিত্য ও অন্যান্য তথ্য এর মাধ্যমে আদান-প্রদান করা হয়।

৯) HTTP বলতে কী বোঝায়?
উত্তর: হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল (HTTP) হল ইন্টারনেটে তথ্য আদান-প্রদানের বহুল প্রচলিত ও জনপ্রিয় একটি পদ্ধতি। এর মাধ্যমে www -তে সঞ্চিত বিষয়সম্বন্ধিত তথ্যকে ক্লায়েন্ট ও সার্ভারের মধ্যে দ্রুতগতিতে স্থানান্তর করা যায়।

১০) IP Address বলতে কী বোঝায়?
উত্তর: প্রতিটি কম্পিউটারে যে সমস্ত হোস্ট, রাউটার প্রভৃতি ডিভাইসগুলি ইন্টারনেটের সাথে যুক্ত থাকে তাদের প্রত্যেকটির একটি করে স্বতন্ত্র ও অদ্বিতীয় বিশেষ সংখ্যা বর্তমান এটিকে IP Address বলা হয়। এর মাধ্যমে কোন নির্দিষ্ট কম্পিউটারকে চিহ্নিত করা যায়। 

১১) ইন্টারনেটের সুবিধাগুলি উল্লেখ করুন।
উত্তর:- ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে নিম্নলিখিত সুবিধাগুলি পাওয়া যায়-
ক) দেশ-বিদেশের বিভিন্ন খবরাখবর পাওয়া যায়।
খ) অনলাইনে বিভিন্ন পণ্য ক্রয়-বিক্রয় করা যায়। 
গ) ভয়েস চ্যাট ও অনলাইন চ্যাট করা যায়।
ঘ) শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ফর্ম ফিলাপ থেকে শুরু করে বিভিন্ন চাকরি সংক্রান্ত ফর্ম ফিলাপ করা যায়। 
ঙ) উন্নত মানের ব্যাঙ্কিং পরিষেবা পাওয়া যায়।

১২) Intranet কি? এর চারটি বৈশিষ্ট্য লিখুন
উত্তর: ইন্ট্রানেট হলো নেটওয়ার্ক সমূহের অন্তর্বর্তী মিলন। www -এর সুবিধাদানের ক্ষেত্রে এটি সবচেয়ে বড় ভূমিকা পালন করে। এটি মূলত ইন্টারনেটের মতোই পরিকাঠামো বিশিষ্ট। ইন্টারনেটের মধ্যে সংযোগস্থাপনের মাধ্যম হিসেবে কাজ করে আর ইন্ট্রানেট সেই সংযোগকে রক্ষা করার জন্য কাজ করে থাকে।
এর বৈশিষ্ট্য গুলি হল-
i) এটি খুব সুশৃঙ্খলভাবে তথ্য আদান-প্রদান করতে পারে। 
ii) এটি খুব সহজে ব্যবহার করা যায় ও সকলের কাছে বোধগম্য। 
iii) এটি ব্যবহারের খরচ ইন্টারনেটের তুলনায় কম। 
iv) এটিকে পরিচালনা করার জন্য কোন আলাদা হার্ডওয়্যার ও সফটওয়্যার এর প্রয়োজন হয় না।

১৩) Extranet কী?
উত্তর: ইন্টারনেটের বিস্তৃত রূপ হল এক্সট্রানেট। এটি বিভিন্ন ব্যক্তি ও সংস্থার মধ্যে সংযোগ রক্ষা করে ও নেটওয়ার্ক সমূহকে যুক্ত করে। এক্সট্রানেট যেমন ব্যবহারকারীদের উন্নত ও সঠিক পরিষেবা প্রদান করতে পারে তেমনি এটি ব্যবহার করে সম্পদ ও আয় বৃদ্ধি ছাড়াও সময় এবং অর্থের অপচয় রোধ করা যায়। এর মাধ্যমে অনলাইনে বিভিন্ন পণ্য ক্রয় করা যায়।

১৪) Internet ও Intranet এর মধ্যে দুটি পার্থক্য নির্ণয় করুন 
উত্তর: Internet ও Intranet এর পার্থক্য গুলি হল-
ক) ইন্টারনেট হল সর্বজনীন। অর্থাৎ যে কোন ব্যাক্তি ইন্টারনেট ব্যবহার করতে পারে। অপরদিকে ইন্ট্রানেট হলো একটি ব্যক্তিমালিকানাধীন বা সংস্থার অধীনস্থ একটি নেটওয়ার্ক ব্যবস্থা। তাই সকলে এটি ব্যবহার করতে পারে না।

খ) ইন্টারনেটে যে কোন ধরনের ডাটা বা তথ্য আদান প্রদানের ক্ষেত্রে নিরাপত্তা খুবই কম। অপরদিকে ইন্ট্রানেটে ডাটা আদান-প্রদানের নিরাপত্তা তুলনামূলক বেশি।

১৫) www বলতে কী বোঝায়? এটি কবে থেকে চালু করা হয়েছিল?
উত্তর: www -এর সম্পূর্ণ নাম হল (World Wide Web)। 1991 সালে ইন্টারনেট ব্যবস্থাকে আরও যুগান্তকারী করে তোলার জন্য জনসাধারণের ব্যবহারের সুবিধার্থে এটি আবিষ্কার করা হয়েছিল।






0 Comments: