.jpeg)
Visit Schools and study the Sexual abuse and Sexual harassment cases.(বিদ্যালয় পরিদর্শন এবং যৌন নির্যাতন ও যৌন হয়রানির অধ্যয়ন)
Visit Schools and study the Sexual abuse and Sexual harassment cases.
(বিদ্যালয় পরিদর্শন এবং যৌন নির্যাতন ও যৌন হয়রানির অধ্যয়ন)
Conceptual literature :-
Sexual abuse- মূলত নারীর অসম্মতিতে বা তার বিরক্তিতে সম্মানহরণ ও সন্ত্রাসবিরোধী আচরণ, ধর্ষণের চেষ্টা, ধর্ষণ এবং অন্যান্য বিভিন্ন ধরনের অবৈধ যৌনকার্য সম্পর্কিত বিষয়টিকে যৌন অপব্যবহার বা Sexual aduse বলা হয়।
Sexual harrasment- সাধারণত যৌন নির্যাতন যৌন হয়রানি বলতে ইচ্ছার বিরুদ্ধে সহবাসে বাধ্য করে তোলা অশ্লীল কোন চলচ্চিত্র বা চিত্র দেখাতে বাধ্য করা মর্যাদাহানিকর যৌন সম্পর্কিত কোনো কাজে বাধ্য করা শিশুদের উপর যৌন নিগ্রহ করা ইত্যাদি কে বোঝায় যৌন নির্যাতন পুরুষ কর্তৃক নারীর উপর সংঘটিত হয় তেমনি পুরুষ কর্তৃক পুরুষের ওপর অথবা নারী-পুরুষের উপরেও হতে পারে।
সাধারণত কৈশোরকালে নারী-পুরুষ সকলের যৌনতার বিকাশ ঘটে কিন্তু জীবজগতের সেই বৈশিষ্ট্যগুলি অতি স্বাভাবিক বলেই পরিচিত একমাত্র মানুষের দ্বারাই তার চূড়ান্ত অপব্যবহার ঘটে যা আনন্দের এবং সৃষ্টিসুখের উৎস আজ মানুষই তাকে বিভীষিকায় পরিণত করেছে নানা সামাজিক নিয়মকানুন বেঁধে যে যৌনতাকে মানব প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে আজ প্রতিটি পদে সেখানে নৃশংসতার পরিচয় বা সেইরূপ পরিবেশ লক্ষ্য করা যায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এর বাইরে নেই তারা কখনও হয়ে ওঠে নির্যাতনকারী আবার তারাই কখনো নির্যাতনের শিকার হয় যার পিছনে রয়েছে যৌনতা সম্পর্কিত সুস্থ ও স্বাভাবিক দৃষ্টিভঙ্গি না গড়ে ওঠার চরম বিশৃঙ্খলা প্রচলিত শিক্ষা ব্যবস্থায় তাই আজ এর প্রতিকার ও তার পথ খোঁজার প্রয়োজন এসেছে।
Objectives :-
উক্ত প্রায়োগিক কার্য (Practicum) টি সম্পাদনে নিম্নলিখিত উদ্দেশ্য গুলি পূরিত হবে-
- শিক্ষক-শিক্ষার্থী উভয়ের যৌনতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি।
- মানবিক মূল্যবোধ গড়ে তোলা।
- সামাজিক নৈতিকতা বজায় রাখা।
- যৌনতা সম্পর্কিত অপব্যবহার নিয়ন্ত্রণ করা।
- মহিলা শিক্ষাকর্মী ও ছাত্রীদের যৌন নিরাপত্তা বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা।
- বিকৃত যৌনতা সম্পর্কে ধারণা লাভ করানো।
প্রতিবেদন
বিবৃতিসমূহ
- যৌন অপরাধ থেকে শিশুদের রক্ষা আইন-2012 সম্পর্কে প্রধান শিক্ষক অবগত থাকলেও সহ শিক্ষক-শিক্ষিকাদের অধিকাংশ এখনো এবিষয়ে ওয়াকিবহাল নয়।
- বিদ্যালয়ের শ্রেণিকক্ষে যৌন অপরাধ সম্পর্কে সচেতনতা মূলক আলোচনাসভা আয়োজনের উদ্যোগ নিলেও তা খুব একটা কার্যকর হয়নি।
- যৌন হেনস্থা ও নির্যাতন সংক্রান্ত বিষয়ে অনুসন্ধানের জন্য বিশেষ কোনো কমিটি না থাকলেও এই সংক্রান্ত অভিযোগ থাকলে তা প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে।
- ছাত্ররা যৌন নির্যাতন সংক্রান্ত কোন অভিযোগ জানানোর সুযোগ লাভ করলেও ছাত্রীরা সংকোচ বোধ করে।
- বিদ্যালয়ে বালক-বালিকাদের জন্য আলাদা আলাদা কমন রুমের ব্যবস্থা থাকলেও তা পর্যাপ্ত নয়।
- বিদ্যালয়ে নিয়মিত শিক্ষার্থী-অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক শিবির আয়োজন করতে হবে।
- বহিরাগতরা যাতে বিদ্যালয় প্রবেশ করতে না পারে সে বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষকে উদ্যোগ নিতে হবে।
- যৌন হেনস্থা সংক্রান্ত কোন অভিযোগ থাকলে সে বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
- নারী ও শিশু সুরক্ষা বিষয়ক আইন সম্পর্কে সকলকে অবহিত করতে হবে।
0 Comments: