
মুক্তপ্রান্ত ও বদ্ধপ্রান্ত প্রশ্নের পার্থক্য (Difference between open-ended and Close ended question)
প্রশ্নকরণের ক্ষেত্রে শিক্ষককে যথেষ্ট যত্নশীল হওয়া প্রয়োজন কেননা প্রশ্ন যথার্থ হওয়ার উপরেই যথার্থ উত্তর নির্ভর করে। শিক্ষক শ্রেণীকক্ষে এমন কিছু প্রশ্ন করেন যার একটিমাত্র নির্দিষ্ট উত্তর হয়। আবার এমন কিছু প্রশ্ন করেন যার উত্তর শিক্ষার্থীরা নিজের ভাষায় প্রকাশ করতে পারে এবং নিজেদের ইচ্ছামত মতামত ব্যক্ত করতে পারে। সুতরাং শিক্ষক মহাশয় শ্রেণিকক্ষে বিভিন্ন প্রকৃতির প্রশ্ন করে থাকেন। এই প্রকৃতির উপর নির্ভর করেই মুক্তপ্রান্ত প্রশ্ন ও বদ্ধপ্রান্ত প্রশ্ন ভেদে দুটি ভাগ আমাদের চোখে পরে।
এখন আমরা দেখে নেব মুক্তপ্রান্ত প্রশ্ন ও বদ্ধপ্রান্ত প্রশ্নের পার্থক্যগুলি কি কি-
১) যে সমস্ত প্রশ্নের উত্তর শিক্ষার্থীরা নিজের ভাষায় প্রকাশ করে নিজেদের মতামত ব্যক্ত করতে পারে তাকে মুক্তপ্রান্ত (Open ended) প্রশ্ন বলে।
অন্যদিকে, যে সমস্ত প্রশ্নের একটিইমাত্র নির্দিষ্ট উত্তর থাকে তাকে বদ্ধপ্রান্ত (Close ended) প্রশ্ন বলে।
২) মুক্তপ্রান্ত প্রশ্নে একাধিক ভিন্ন ভিন্ন সঠিক উত্তর আসা সম্ভাবনা থাকে।
কিন্তু বদ্ধপ্রান্ত প্রশ্নে শিক্ষার্থীর নিজস্ব মতামত প্রকাশের কোন জায়গা নেই।
৩) সকল শিক্ষার্থী যাতে নিজের মত ব্যক্ত করতে পারে এবং প্রশ্নোত্তর প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে সেই উদ্দেশ্যে শিক্ষক মুক্তপ্রান্ত প্রশ্ন করে থাকেন।
অপরপক্ষে, শিক্ষার্থীর জ্ঞানের গভীরতা পরিমাপ করার উদ্দেশ্যে শিক্ষক মহাশয় বদ্ধপ্রান্ত প্রশ্ন করে থাকেন।
৪) মুক্তপ্রান্ত প্রশ্নের ক্ষেত্রে শিক্ষার্থীরা প্রশ্নোত্তর প্রক্রিয়ায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে।
কিন্তু, বদ্ধপ্রান্ত প্রশ্নের ক্ষেত্রে যেহেতু ভাবনা চিন্তা করে উত্তর দিতে হয় তাই শিক্ষার্থীরা খুব একটা স্বতঃস্ফূর্ততা অনুভব করে না।
৫) মুক্তপ্রান্ত প্রশ্ন গুণগত তথ্য সংগ্রহ করতে ব্যবহার করা যেতে পারে।
অন্যদিকে, বদ্ধপ্রান্ত প্রশ্ন পরিমাণগত তথ্য সংগ্রহ করতে ব্যবহার করা যেতে পারে।
৬) মুক্তপ্রান্ত প্রশ্নে তথ্য সংগ্রহ করতে উত্তরদাতা বেশি সময় নেয়। কেননা এক্ষেত্রে বিশদ বিবরণ দিতে হয় এবং কারণ দর্শাতে হয়।
অপরদিকে, বদ্ধপ্রান্ত প্রশ্নের উত্তরগুলি সোজাসাপটা এবং to the point হয়ে থাকে। তাই উত্তরদাতা স্বল্প সময়ের মধ্যে উত্তর সম্পন্ন করতে পারেন।
৭) মুক্তপ্রান্ত প্রশ্ন সাধারণত কি, কত, কোথায়, কখন, কেমন ইত্যাদি শব্দ দ্বারা হয়ে থাকে।
বদ্ধপ্রান্ত প্রশ্ন প্রধানতঃ হ্যাঁ/না সূচক দ্বিমুখী এবং বহুবিকল্পীয় উত্তর বিশিষ্ট হয়ে থাকে।
৮) মুক্তপ্রান্ত প্রশ্নের উদাহরণ হল- একটি ভ্রমণের অভিজ্ঞতা নিজের ভাষায় বর্ণনা কর।
অপরদিকে, বদ্ধপ্রান্ত প্রশ্নের উদাহরণ হল- রবীন্দ্রনাথ কত সালে জন্মগ্রহণ করেছিলেন? ইত্যাদি।
0 Comments: