google.com, pub-5145004260852618, DIRECT, f08c47fec0942fa0 শিক্ষা সমাজবিজ্ঞান মক টেস্ট
INFO Breaking
Live
wb_sunny

Breaking News

শিক্ষা সমাজবিজ্ঞান মক টেস্ট

শিক্ষা সমাজবিজ্ঞান মক টেস্ট

 


সেট-১


1. সমাজতত্ত্বের জনক কে? 

a) পেইনি 

b) অগাস্ট কোঁত

c) কুলি 

d) কিংসলে ডেভিস


2. সামাজিক গোষ্ঠী হল এমন কতগুলি ব্যক্তির সমষ্টি যারা একটি স্বীকৃত সংগঠনের মধ্যে পরস্পর ক্রিয়াশীল থাকে"- উক্তিটি কার?    

a) ম্যাকাইভার

b) পেইনি

c) জিসবার্ট

d) কুলি


3. শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের জনক কে?

a) অগাস্ট কোঁত

b) ই জর্জ পেইনি

c) টেলর 

d) কার্ল মার্কস


4. সি. এইচ কুলি-র লেখা বইটি হল-

a) Socialization     

b) Sociology and Education

c) Social change 

d) Social Organization 


5. সামাজিক বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার হল-

a) ধর্ম  

b) অর্থ  

c) শিক্ষা

d) আইন 


6. নিচের কোনটি সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্য নয়?

a) নির্দিষ্ট লক্ষ্য

b) মিথস্ক্রিয়াহীন 

c) নির্দিষ্ট গঠন

d) একতা


7. সামাজিক গোষ্ঠীকে প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠী এই দুই ভাগে ভাগ করেছেন-

a) সি. এইচ কুলি

b) জিসবার্ট  

c) সামনার

d) পেইনি


8. নীচের কোনটি প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য

a) দৈহিক নৈকট্য  

b) ক্ষুদ্র আয়তন 

c) স্বতঃস্ফূর্ত সম্পর্ক  

d) উপরের সবগুলি


9. নীচের কোনটি প্রাথমিক গোষ্ঠীর উদাহরণ?

a) রাজনৈতিক দল   

b) রেড ক্রস সোসাইটি

c) পরিবার 

d) শ্রমিক সংগঠন 


10. নীচের কোনটি গৌণ গোষ্ঠীর উদাহরণ নয়?

a) বৃহদায়তন

b) বিপুল সদস্য সংখ্যা

c) পরোক্ষ সম্পর্ক 

d) সদস্যপদ গ্রহণ আবশ্যিক


11. গৌণ গোষ্ঠীর দুটি মুখ্য বৈশিষ্ট্য হল-

a) শারীরিক নৈকট্য ও ব্যক্তিগত সম্পর্ক

b) পরোক্ষ সম্পর্ক ও নৈর্ব্যক্তিকতা

c) পরোক্ষ সম্পর্ক ও প্রত্যক্ষ যোগাযোগ

d) প্রত্যক্ষ সম্পর্ক ও ক্ষুদ্র আয়তন


12. সামাজিক গোষ্ঠীকে অন্তর্গোষ্ঠী এবং বহির্গোষ্ঠী এই দুই ভাগে ভাগ করেছেন-

a) সামনার  

b) ম্যাকাইভার এবং পেজ

c) ডেভিস

d) বটোমোর


13. “পরস্পরের সঙ্গে সামাজিক সম্পর্ক বন্ধনে আবদ্ধ যে কোন মানব সমষ্টিকেই গোষ্ঠী বলা যায়” উক্তিটি করেছিলেন-

a) ম্যাকাইভার ও পেজ  

b) জিসবার্ট

c) কুলি

d) ডেভিস


14. শিক্ষাক্ষেত্রে প্রাথমিক গোষ্ঠীর ভূমিকা হল- 

a) ব্যক্তিত্বের বিকাশ

b) সাংস্কৃতিক সঞ্চালন

c) মানবিক গুণাবলীর বিকাশ

d) উপরের সবগুলি


15. নীচের কোনটি দ্বয়ী গোষ্ঠীর উদাহরণ?

a) স্বামী-স্ত্রী

b) প্রেমিক-প্রেমিকা

c) মা-ছেলে

d) সকলেই


16. নীচের কোনটি সামাজিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নয়? 

a) সহাবস্থান

b) আত্তীকরণ

c) সন্ত্রাসবাদ 

d) সহযোগিতা


17. ‘Culture’ শব্দটি এসেছে-    

a) গ্রিক শব্দ ‘Colere’ থেকে

b) ল্যাটিন শব্দ ‘Colere’ থেকে

c) গ্রিক শব্দ ‘Cultour’ থেকে

d) ল্যাটিন শব্দ ‘Coleer’ থেকে


18. কোন্ সামাজিক সংস্থা শিক্ষাক্ষেত্রে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?

a) পরিবার

b) বিদ্যালয়

c) ধর্মীয় প্রতিষ্ঠান 

d) গণমাধ্যম


19. অগাস্ট কোঁৎ-এর লেখা বইটি হল-

a) Positive Philosophy     

b) Sociology and Education

c) Social change 

d) Social Organization 


20. “সামাজিক পরিবর্তন সংঘটিত হয় শ্রেণিদন্দ্বের মাধ্যমে”-উক্তিটি কার?

a) জিনসবার্গ  

b) ডেভিস

c) কার্ল মার্কস

d) কুলি 



উত্তরপত্র 


1.b,  2.c,  3.b,  4.d,  5.c,  6.b,  7.a,   8.d,  9.c, 10.d,  11.b,  12.a,  13.a,  14.d,  15.d,  16.c,  17.b, 18.b,  19.a,  20.c



সেট-২

1. একজন টোটো ড্রাইভারের ছেলে উচ্চশিক্ষা লাভ করে WBCS অফিসার হল- এটি কোন্ ধরনের সামাজিক সচ

লতা?

a) উল্লম্ব সচলতা

b) আনুভূমিক সচলতা

c) a ও b উভয়েই সঠিক

d) কোনটিই নয়


2. নীচের কোন্ টি দারিদ্রতার কারণ নয়?      

a) নিরক্ষরতা

b)  বেকারত্ব

c) জনসংখ্যার হার বৃদ্ধি

d) ভাগ্যের পরিহাস


3. “একজনের কাছে যা আছে এবং একজনের কাছে যা থাকা প্রয়োজন এই দুইয়ের মধ্যে যে বৈষম্যের অবস্থা সৃষ্টি করে তাকেই দারিদ্র্য বলে” -বক্তা কে?     

a) রাম আহুজা

b) রাউনাত্র

c) অমর্ত্য সেন 

d) ওয়ার্ল্ড ব্যাংক


4. ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা হল-    

a) রাজ্য তালিকাভুক্ত     

b) কেন্দ্রীয় তালিকাভুক্ত

c) যুগ্ম তালিকাভুক্ত 

d) কোনোটিই নয়


5.কত সালে ৪২ তম সংবিধান সংশোধন হয়?    

a) 1770 সালে

b) 1772 সালে

c) 1974 সালে

d) 1976 সালে 


6. দুর্বল শ্রেণি বিশেষত তপশিলি জাতি ও উপজাতিদের শিক্ষার কথা সংবিধানের কত নং ধারায় বলা হয়েছে?    

a) 45 নং ধারায়

b) 21 নং ধারায় 

c) 46 নং ধারায় 

d) 14 নং ধারায়



7. 'Exterior Caste' কাদের বলা হয়?   

a) OBC

b) SC 

c) ST

d) কোনটিই নয়


8. তপশিলি জাতিদের গান্ধীজি কি নামে অভিহিত করেন?

a) পিছিয়ে পড়া শ্রেণী  

b) অস্পৃশ্য জাতি

c) হরিজন 

d) Exterior Caste


9. কোন্ কমিশন সর্বপ্রথম অস্পৃশ্য জাতি শব্দটি ব্যবহার করেন?     

a) রাধাকৃষ্ণন কমিশন   

b) সাইমন কমিশন

c) মুদালিয়ার কমিশন

d) ভারতীয় শিক্ষা কমিশন 


10. ‘আইনের চোখে সকলেই সমান এবং আইনে সকলেই সমানভাবে সুরক্ষা পাবে’ সংবিধানের কত নং ধারায় এটি বলা হয়েছে?    

a) ১৭ নম্বর ধারায়

b) ১৬ নম্বর ধারায়

c) ১৪ নম্বর ধারায়  

d) ১৫ নম্বর ধারায়


11. সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা সম্পর্কে বলা হয়েছে?    

a) ১৭ নম্বর ধারায়

b) ২৭ নম্বর ধারায়

c) ১৮ নম্বর ধারায়

d) ২৮ নম্বর ধারায়


12. ভারতবর্ষে মহিলা কমিশন কত সালে গঠিত হয়?    

a) ১৯৫৯ সালে

b) ১৯৬১ সালে

c) ১৯৯২ সালে

d) ১৯৫৭ সালে


13. কোন্ কমিশনের সুপারিশ অনুযায়ী 1979 সালে OBC গোষ্ঠীগুলিকে চিহ্নিত করা হয়েছে?    

a) কোঠারি কমিশন  

b) হংস মেহেতা কমিশন

c) মন্ডল কমিশন

d) রেড্ডি কমিশন


14. পশ্চাৎপদ গোষ্ঠী বলতে বোঝায়-    

a) তপশিলি জাতি

b) তপশিলি উপজাতি

c) অন্যান্য অনগ্রসর শ্রেণী

d) উপরের সবগুলি


15. নিচের কোনটি সঠিক নয়?                             

a) নিরক্ষরতার সঙ্গে জাতীয় উন্নয়নের সম্পর্ক ধনাত্মক

b) নিরক্ষরতার সঙ্গে দরিদ্রতার সম্পর্ক ধনাত্মক

c) নিরক্ষরতার সঙ্গে জনসংখ্যা বৃদ্ধির সম্পর্ক ধনাত্মক

d) নিরক্ষরতার সঙ্গে কুসংস্কারের সম্পর্ক ধনাত্মক


 16. সামাজিক পরিবর্তনে বাধাদানকারী একটি উপাদান হল-

a) অন্ধবিশ্বাস

b) নিরক্ষরতা 

c) a ও b উভয়ই 

d) সাংস্কৃতিক উপাদান


17. নীচের কোন্ টি সঠিক নয়?

a) সামাজিক পরিবর্তন সর্বদাই সমাজকল্যাণমুখী

b) সামাজিক পরিবর্তন হল নিরবচ্ছিন্ন  

c) সামাজিক পরিবর্তন অবশ্যম্ভাবী

d) সামাজিক পরিবর্তন সর্বদা সমগতিসম্পন্ন নয়


18. নীচের কোন্ টি সামাজিক পরিবর্তনের সঙ্গে যুক্ত নয়?

a) আধুনিকতা  

b) বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন 

c) জীবনযাত্রার মান অপরিবর্তনীয়  

d) নতুনত্বের প্রতি আসক্ত


19. সামাজিকীকরণের সূচনা হয়-

a) বিদ্যালয়ে   

b) পরিবারে

c) ক্লাবে 

d) বিভিন্ন ধরণের গণমাধ্যমের দ্বারা 


20. “মানবশিশু যে পদ্ধতিতে ক্রমশঃ সামাজিক মানুষে পরিণত হয় তাকেই বলে সামাজিকীকরণ” উক্তিটি করেন-

a) কিংসলে ডেভিস

b) অগবার্ন

c) কিমবল ইয়ং 

d) জিসবার্ট

 

    



উত্তরপত্র 


1.a,  2.d,  3.a,  4.c,  5.d,  6.c,  7.b,   8.c,  9.b, 

10.c,  11.a,  12.c,  13.c,  14.d,  15.a,  16.c,  

17.a,  18.c,  19.b,  20.a



সেট-৩


1. বর্তমানে ভারতবর্ষের অন্যতম সামাজিক সমস্যা হল- 

a) দারিদ্র্য

b) বেকারত্ব

c) a ও b উভয়েই সঠিক

d) কোনটিই নয়


2. নীচের কোন্ টি আধুনিকীকরণের বৈশিষ্ট্য নয়?   

a) মুক্তচিন্তায় বাধা

b) ধর্মনিরপেক্ষতা

c) বিজ্ঞানমনস্কতা

d) যুক্তি


3. মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অধিক সামাজিকীকরণ ঘটে-

a) বয়ঃসন্ধিকালে

b) প্রাক্ শৈশবে

c) বার্ধক্যে 

d) জীবনব্যাপী


4. নীচের কোন্ টি নিরক্ষরতার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কযুক্ত নয়?

a) কুসংস্কার     

b) অদক্ষ কর্মী

c) পরিবার পরিকল্পনা 

d) গতানুগতিক চিন্তাধারা 


5. “Social Problems in India”-বইটির রচয়িতা কে?

a) জিসবার্ট 

b) রাম আহুজা

c) অমর্ত্য সেন

d) কৃষ্ণ বর্মা 


6. সামাজতত্ত্ব পাঠের উপযোগিতা হল-

a) সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্ব সম্পর্কে ধারণা লাভ

b) সামাজিক পরিকল্পনা রচনা 

c) সামাজিক সমস্যার সমাধানের সূত্র লাভ 

d) উপরের সবগুলি


7. ব্যক্তি তার গুণগত যোগ্যতা এবং কর্মপ্রচেষ্টার ফলে যে মর্যাদা পায় তাকে বলা হয়-

a) আরোপিত মর্যাদা

b) অর্জিত মর্যাদা  

c) জন্মগত মর্যাদা

d) কোনটিই নয়


8. ‘Sociology- A Systematic Introduction’ গ্রন্থের রচয়িতা কে?

a) হ্যারি এম জনসন  

b) বটোমোর 

c) বিদ্যাভূষণ ও সচদেব 

d) ই জর্জ পেইনি


9. ‘Caste’ শব্দটি এসেছে-

a) গ্রিক শব্দ ‘Costa’ থেকে   

b) স্প্যানিশ শব্দ ‘Costa’ থেকে

c) ল্যাটিন শব্দ ‘Casta’ থেকে

d) স্প্যানিশ শব্দ ‘Casta’ থেকে 


10. “Social Change in Modern India” গ্রন্থের রচয়িতা কে?

a) ধূর্জটিপ্রসাদ মুখার্জী

b) গোবিন্দ সদাশিব ঘুরে

c) এম এন শ্রীনিবাস  

d) রাধাকমল মুখার্জী


11. নীচের কোন্ টি সামাজিক পরিবর্তনের মতবাদ?

a) চক্রাকার মতবাদ

b) রৈখিক মতবাদ

c) উপরের দুটোই

d) উপরের কোনটিই নয়


12. সামাজিকীকরণের প্রথম পর্যায় কোন্ টি?

a) বাচনিক পর্যায়

b) ইডিপাস পর্যায়

c) পায়ু পর্যায়

d) কোনটিই নয়


13. সামাজিকীকরণের উপযোগিতা হল-

a) সামাজিক দূরত্ব হ্রাস  

b) সমাজের বিভিন্ন ভূমিকা পালনের সামর্থ্য সৃষ্টি

c) সামাজিক শৃঙ্খলার সৃষ্টি

d) উপরের সবগুলি


14. “সামাজকে একটি স্থায়ী দল বা প্রকরণে বিভক্ত করাই হল সামাজিক স্তরবিন্যাস” উক্তিটি হল- 

a) জিসবার্টের

b) সরোকিনের

c) টিউমিনের

d) অগবার্নের


15. সামাজিক সচলতা (Social Mobility) -কে কয় ভাগে ভাগ করা যায়?        

a) 5 ভাগে 

b) 4 ভাগে  

c) 3 ভাগে  

d) 2 ভাগে


16. “সমাজবিজ্ঞান হল সামাজিক সম্পর্কের আলোচনা” উক্তিটি করেন-

a) ব্রাউন

b) কুক

c) সামনার

d) ম্যাকাইভার এবং পেজ


17. ‘Fundamentals of Sociology’ গ্রন্থের রচয়িতা কে?

a) জিসবার্ট

b) কুলি

c) ডেভিস

d) বটোমোর


18. নির্দেশক গোষ্ঠীর ধারণার প্রবর্তন করেন-

a) ম্যাকাইভার ও পেজ  

b) জিসবার্ট

c) হেইম্যান

d) ডেভিস


19. সামাজিক বিকাশের সবচেয়ে বড়ো হাতিয়ার হল- 

a) ধর্ম

b) আইন

c) শিক্ষা

d) উপরের সবগুলি


20. নীচের কোন্ টি সামাজিক কার্যপ্রক্রিয়ার অন্তর্গত?   

a) প্রতিযোগিতা

b) আত্তীকরণ

c) দ্বন্দ্ব

d) উপরের সবগুলি




উত্তরপত্র 


1.c,  2.a,  3.a,  4.c,  5.b,  6.d,  7.b,   8.a,  9.d, 

10.c,  11.c,  12.a,  13.d,  14.a,  15.d,  16.d,  

17.b,  18.c,  19.c,  20.d


0 Comments: