তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিদ্যার ধারণা (Concept of Information and Communication Technology)
INFO Breaking
Live
wb_sunny

Breaking News

 তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিদ্যার ধারণা (Concept of Information and Communication Technology)

তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিদ্যার ধারণা (Concept of Information and Communication Technology)

 তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিদ্যার ধারণা (Concept of Information and Communication Technology)


Information Technology: 
       Information technology বা তথ্যপ্রযুক্তি শব্দটি 'তথ্য' ও 'প্রযুক্তি' শব্দের সমন্বয়ে গঠিত। তথ্য বা Information শব্দটি ল্যাটিন শব্দ 'Informatio' থেকে উৎপত্তি লাভ করেছে। এই শব্দটির ক্রিয়ামূল 'Informare' যার অর্থ হল কাউকে কোন কিছুর সম্বন্ধে অবগত করা, শেখানো বা পথ দেখানো। অর্থাৎ সংগৃহীত তথ্য প্রক্রিয়াকরণের পর প্রয়োজনমত সাজানো বা অর্থপূর্ণ অবস্থাকে তথ্য বা Information বলা হয়। আবার প্রযুক্তি বা Technology শব্দটির উৎপত্তি গ্রিক শব্দ 'Technic' এবং 'Logic' থেকে। 'Technic' শব্দের অর্থ হল পদ্ধতি, দক্ষতা বা প্রক্রিয়া এবং 'Logic' শব্দের অর্থ সাধারণ। তাহলে তথ্য প্রযুক্তি বলতে আমরা বুঝি দক্ষতার সঙ্গে কোনো তথ্য আদান-প্রদান করা। তথ্য সংগ্রহ, এর সত্যতা ও বৈধতা যাচাই, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, আধুনিকীকরণ, পরিবহন, বিতরণ ও ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট প্রযুক্তিকে তথ্যপ্রযুক্তি বা Information Technology বলা হয়। এককথায় তথ্য ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট প্রযুক্তিকে তথ্য প্রযুক্তি বলা হয়। 

Communication Technology:
     Communication Technology বা যোগাযোগ প্রযুক্তিতে যোগাযোগ বা ইংরেজি Communication শব্দটি গ্রিক শব্দ 'Communi' থেকে উৎপত্তি লাভ করেছে, যার অর্থ বিনিময় করা এবং 'cation' শব্দের অর্থ হল সাধারণ। অর্থাৎ Communication শব্দের অর্থ হল সাধারণ অভিজ্ঞতা বিনিময় করা। এক স্থান থেকে অন্য স্থানে তথ্য আদান-প্রদানের জন্য ব্যবহৃত প্রযুক্তিকে যোগাযোগ প্রযুক্তি বা Communication Technology বলা হয়। 

     কালের বিবর্তনে কৌতুহলপ্রবণ মানুষের মন চাহিদা নিবৃত্তির লক্ষ্যে সর্বদাই তথ্যান্বেষণ করে চলেছে। আর এই তথ্য সংগ্রহের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। প্রযুক্তির ব্যাপক উন্নয়নের ফলেই আজ তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তির সমন্বয় সম্ভব হয়েছে। সামান্য অর্থে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (ICT) কাজ হল তথ্য সংরক্ষণ, যোগাযোগ ও প্রক্রিয়াজাতকরণ করা। তবে ব্যাপক অর্থে এর পরিধি সমুদ্রের মতো সুবিশাল। 

     1980 সাল থেকে শিক্ষাক্ষেত্রে ICT-র ব্যবহার লক্ষ্য করা যায়। তবে এই ধারণাটি জনপ্রিয় হয়ে উঠতে আরো সতেরো বছর সময় লেগে যায়। পরবর্তীতে 2000 সালে ইংল্যান্ডের নতুন জাতীয় পাঠ্যপুস্তকে এই বিষয়টি সংযোজন করা হয়। বর্তমানে ICT কে টেলিফোন, কম্পিউটার নেটওয়ার্ক ও অডিও ভিজ্যুয়ালের যুগলবন্দিতে ইউনিট লিঙ্ক সিস্টেমে প্রকাশ করা হচ্ছে ফলে একদিকে যেমন সময়ের সাশ্রয় হচ্ছে তেমনি আর্থিক খরচও অনেকটা কমেছে। 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রকারভেদ: 
i) Computing and information system
ii) Broadcasting
iii) Telecommunication
iv) Internet system



তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ব্যবহারের সুবিধা:
  1. মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটে।
  2. বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যক্তির সঙ্গে সহজেই যোগাযোগ স্থাপন করা যায়।
  3. বিভিন্ন ধরনের তথ্য খুব সহজেই অ্যাক্সেস করা যায়।
  4. স্মার্টফোনের মাধ্যমে ভিডিও কনফারেন্স ও টেলি কনফারেন্সিং এর সুবিধা পাওয়া যায়।
  5. ই-কমার্স ও ই-বিজনেসের মত মাধ্যম ব্যাবসা-বাণিজ্যের অগ্রগতি ঘটাতে সাহায্য করে।
  6. প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির ফলে কায়িক শ্রম লাঘব হয়। 
  7. শিক্ষাব্যবস্থার প্রভূত উন্নতি ঘটানো যায় 
  8. স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থায় অভূতপূর্ব সাড়া মিলেছে। 
  9. ই-গভর্নেন্স পরিসেবার মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন সাধিত হয়।
  10. কোন গুরুত্বপূর্ণ খবর, বিজ্ঞাপন প্রভৃতি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ সাইটে অতি দ্রুত ছড়িয়ে দেওয়া যায়। 

0 Comments: