ই-মেইল, সার্চ ইঞ্জিন, অনলাইন শিখন ও উইকিপিডিয়ার সংক্ষিপ্ত পরিচয় (Introduction to E-mail, Search Engine, Online learning and Wikipedia)
INFO Breaking
Live
wb_sunny

Breaking News

ই-মেইল, সার্চ ইঞ্জিন, অনলাইন শিখন ও উইকিপিডিয়ার সংক্ষিপ্ত পরিচয় (Introduction to E-mail, Search Engine, Online learning and Wikipedia)

ই-মেইল, সার্চ ইঞ্জিন, অনলাইন শিখন ও উইকিপিডিয়ার সংক্ষিপ্ত পরিচয় (Introduction to E-mail, Search Engine, Online learning and Wikipedia)

 


1) E-mail/ই-মেইল কী?

উত্তর: Electronic mail হল একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে পাঠানো ইলেকট্রনিক বার্তা। কম্পিউটারে ইন্টারনেট সংযোগের মাধ্যমে ব্যক্তি ও বিভিন্ন সংস্থার মধ্যে তথ্য প্রেরণ করা যায় ই-মেইল এর সাহায্যে। এর মাধ্যমে যে কোন নথি, চিঠিপত্র, ফাইল, অডিও, ভিডিও, ছবি ইত্যাদি আদান-প্রদান করা হয়ে থাকে। ইমেইল কে @ এই সংকেত দ্বারা চিহ্নিত করা হয়।


2) ই-মেইল এর কয়েকটি সুবিধা লিখুন? 

উত্তর: ই-মেইল এর সুবিধাগুলি হল-
ক) খুব অল্প সময়ের মধ্যে পৃথিবীর যে কোনো স্থানে বার্তা প্রেরণ করা যায়।
খ) এখানে অনলাইনের মাধ্যমে বার্তা প্রেরণ ও গ্রহণ করা হয় তাই কোন ভিড়ের ঝামেলা থাকে না।
গ) ই-মেইল ব্যবস্থার মাধ্যমে একটি নির্দিষ্ট বিষয় একইসঙ্গে অনেকজনকে পাঠানো যায়।
ঘ) এখানে খুব কম খরচে বার্তা এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করা যায়। 

3) ই-মেইল এবং পোস্টাল মেইল এর মধ্যে দুটি পার্থক্য লিখুন।
উত্তর: ক) ই-মেইল যেহেতু একটি অনলাইন মাধ্যম তাই এখানে লেখার জন্য কোন কাগজ ও কালির প্রয়োজন হয় না, অপরদিকে পোস্টাল মেইলে লেখার জন্য কাগজ ও কালির প্রয়োজন হয়।

খ) ই-মেইলে চিঠিপত্র হারিয়ে যাওয়া বা নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে, কিন্তু পোস্টাল মেইলে চিঠিপত্র হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।


4) সার্চ ইঞ্জিন কি? কয়েকটি সার্চ ইঞ্জিনের উদাহরণ দিন 

উত্তর: সার্চ ইঞ্জিন বা অন্তর্জাল অনুসন্ধান ব্যবস্থা হল একটি সফটওয়্যার সিস্টেম। যা www এর মাধ্যমে কোন তথ্য ইন্টারনেটে খোঁজার জন্য ব্যবহার করা হয়। সার্চ ইঞ্জিন তথ্যগুলিকে পরপর ওয়েবপেজে সাজিয়ে দেয় এবং ব্যবহারকারী তার প্রয়োজন মতো সমস্ত তথ্যগুলিকে ব্যবহার করতে পারে। এর মাধ্যমে যেকোন ধরনের তথ্য, ফাইল, ছবি, ভিডিও, অডিও ইত্যাদি খোঁজা যায়। কয়েকটি জনপ্রিয় সার্চ ইঞ্জিন হল- Yahoo!, Google, ASK.com, Search.com ইত্যাদি।


5) সার্চ ইঞ্জিন কারা কবে তৈরী করেছিলেন?

উত্তর: 1986 সালে হিউলেট প্যাকার্ড কোম্পানি প্রথম সার্চ ইঞ্জিন তৈরি করে। তবে 1990 সালে এটি চালু করা হয়। 1994 সালে Web Crawler পূর্ণ টেক্সট ওয়েব সার্চ ইঞ্জিন রূপে আত্মপ্রকাশ করে।


6) সার্চ ইঞ্জিনের স্তরগুলি কি কি?

উত্তর: সার্চ ইঞ্জিন যে তিনটি স্তরের মধ্য দিয়ে কাজ সম্পন্ন করে সেগুলি হল- i)Crawling ii)Indexing iii)Retrieval 


7) সার্চ ইঞ্জিনের কয়েকটি সুবিধা লিখুন 

উত্তর: i) যেকোন লেখাকে যেকোন ভাষায় অনুবাদ করা যায় সার্চ ইঞ্জিনের মাধ্যমে।

ii) বিভিন্ন অনুষ্ঠানের সময়সূচি, খেলাধুলার সময়সূচী ইত্যাদি জানা যায় এর মাধ্যমে।

iii) এর মাধ্যমে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় এবং আবহাওয়ার খবরাখবর জানা যায়।

iv) সার্চ ইঞ্জিন এমন একটি উপকরণ যার মাধ্যমে সরাসরি যেকোন তথ্য ওয়েবসাইটে পাওয়া যায়।


8) Info-Savvy Skills কী?

উত্তর: ইন্টারনেট ব্যবস্থার মাধ্যমে কোন নির্দিষ্ট তথ্য অনুসন্ধান করার জন্য প্রয়োজনীয় দক্ষতাকেই বলা হয় Info-Savvy Skills বা তথ্য উপলব্ধির দক্ষতা।


9) Digital Age Skills বলতে কী বোঝায়?

উত্তর: Digital Age Skills বলতে বোঝানো হয় সমাজ পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজেদেরকে ডিজিটাল হিসাবে পরিবর্তিত করে প্রযুক্তিগত সরঞ্জামগুলি ব্যবহারে দক্ষ করে তোলা।


10) Digital Age Skills এর চারটি সুবিধা লিখুন।

উত্তর: i) দ্রুতগতিতে তথ্য আদান-প্রদান করা যায়। 

ii) খুব সহজে একজন ব্যক্তি অন্য কোন ব্যক্তির সাথে যোগাযোগ স্থাপন করতে পারে। 

iii) যেকোন তথ্য গ্রহণ করে তৎক্ষনাৎ তার প্রতিক্রিয়া করা যায়।

iv) নতুন নতুন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি ব্যবহারে দক্ষ হওয়া যায়। 


11) Safe Surfing Mode বলতে কী বোঝানো হয়?

উত্তর: অনেক সময় ইন্টারনেটে বিভিন্ন ধরনের Malware, Viruses, Spyware, Cookies ইত্যাদি প্রবেশ করে। এর মাধ্যমে কম্পিউটার যেমন ক্ষতিগ্রস্ত হতে পারে তেমনি কম্পিউটার থেকে প্রয়োজনীয় তথ্য অন্য কারও কাছে চলে যেতে পারে। তাই ইন্টারনেটে কোনো কাজ করার সময় কম্পিউটার কে রক্ষা করার জন্য যে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে Safe Surfing Mode বলা হয়।


12) ইন্টারনেট ব্যবহারের চারটি মাধ্যমের নাম লিখুন যেগুলি সমাজবিজ্ঞান শিখনে সহায়তা করে

উত্তর: Edhelper: প্রজেক্ট তৈরির ক্ষেত্রে সহায়তা করে।

DLI: Digital Library of India -এখানে বিষয়সম্পর্কিত বিভিন্ন পুস্তকের মাধ্যমে জ্ঞান অর্জন করা যায়। 

Population Reference Bureau: এর মাধ্যমে বিশ্বের জনসংখ্যা, জনস্বাস্থ্য ও পরিবেশ সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ করা যায়।

Historypin: এই ওয়েবসাইটে বিভিন্ন সময়ের ঐতিহাসিক ছবি ও তার গল্প গুলি লিপিবদ্ধ করা রয়েছে।  


13) ইন্টারনেট ব্যবহারের চারটি মাধ্যমের নাম লিখুন যেগুলি মানবিকবিজ্ঞান শিখনে সহায়তা করে

উত্তর: DOAJ: Directory of Open Access Journals -এখানে মানববিজ্ঞান সম্পর্কিত প্রচুর আর্টিকেলস্ এবং জার্নালস্ রয়েছে।

EDSITEment: এটি ভাষাসাহিত্য, শিল্পকলা, ইতিহাস, সমাজবিদ্যা, শিল্প ও সংস্কৃতি ইত্যাদি মানবিক বিজ্ঞানের বিষয়গুলি অনুসন্ধান করার অনুমতি প্রদান করে। 

Luminarium: এটি ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উৎস ও নির্দেশকের ভূমিকা পালন করে থাকে।

Native Web: এর সাহায্যে বিশ্বব্যাপী আদিবাসী সভ্যতার সম্পদ ও প্রাসঙ্গিক বিভিন্ন ধরনের তথ্য ও তার উৎস সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করা যায়।


14) ইন্টারনেট ব্যবহারের চারটি মাধ্যমের নাম লিখুন যেগুলি গণিত শিখনে সহায়তা করে

উত্তর: NCTM: National Council of Teachers of Mathematics -এটি হল বিশ্বের সর্ববৃহৎ গণিত শিল্প প্রতিষ্ঠান। এখানে শিক্ষকদের উন্নতমানের শিক্ষণ সম্পাদনের ক্ষেত্রে উপযুক্ত ও গুণগতমানের উপকরণ সরবরাহ করা হয়। 

Figurethis: এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের বাড়িতে বসেই পরিবারের সকলের সঙ্গে বিভিন্ন গাণিতিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে।

Absurd Math: এটি একটি গাণিতিক খেলার সাইট। এই গাণিতিক খেলার মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক বা অন্যান্য ব্যক্তিরা গণিতে খুব সহজেই দক্ষতা বৃদ্ধি করতে পারে।

Multiplication: এই ওয়েবসাইটে গাণিতিক ক্যুইজ, গুণন সারণী, গাণিতিক খেলা ইত্যাদির পর্যাপ্ততা রয়েছে।


15) E-learning কী?

উত্তর: ই-লার্নিং হল ইলেকট্রনিক লার্নিং। ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে জ্ঞানার্জনের মাধ্যমকেই ই-লার্নিং বলে। এই শিক্ষা মূলত অনলাইন ভিত্তিক শিক্ষামূলক প্লাটফর্ম যেখানে বিভিন্ন ধরনের কোর্স নিবদ্ধ থাকে। ইলেক্ট্রনিক ডিভাইসে ইন্টারনেট সংযোগের মাধ্যমে ইলেক্ট্রনিক লার্নিং ক্লাসে অংশগ্রহণ করা যায়।

    এলিয়ট মাইসি ১৯৯৯ সালে “E-learning” শব্দটি তৈরি করেছিলেন, পরবর্তীতে বিশ্বজুড়ে কম্পিউটারের সূচনার ব্যপকতা এবং সময়ের অগ্রগতির সাথে স্মার্টফোন, ট্যাবলেট ইত্যাদি সহজলভ্য হওয়ার ফলে ই-লার্নিং বিষয়টি ব্যাপকভাবে প্রসারিত হয়। বর্তমান সময়ে প্রযুক্তির দ্রুত অগ্রগতি এবং শিক্ষাব্যবস্থা উন্নতমানের হওয়ার ফলে মানুষ এখন ই-লার্নিং বিষয়টিকে সানন্দে গ্রহণ করেছে। ই-লার্নিংয়ের মাধ্যমে দেশের বাইরের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান থেকে ডিগ্রী অর্জন করা যাচ্ছে।


16) Mobile-leaning কী?

উত্তর: M-learning এর পূর্ণরূপ হল মোবাইল লার্নিং। এটিও ই লার্নিং এর একটি পদ্ধতি। এই পদ্ধতিতে যেকোনো স্থানে বসে যেমন: গাড়িতে বা ঘরের বাইরে বসে মোবাইলের মাধ্যমে অনলাইন শিক্ষাবিষয়ক প্লাটফর্ম থেকে শিক্ষাগ্রহণ করা যায়। এক্ষেত্রে মোবাইলটি ইন্টারনেট এক্সেস উপযোগী হতে হবে। 


17) Online-leaning কী?

উত্তর: ই-শিখন এবং অনলাইন শিখন প্রায় একই রকমের। অনলাইন শিখনে শিক্ষার্থীকে ইন্টারনেটের সাহায্যে শিখন কার্য সম্পন্ন করতে হয়। এর মাধ্যমে গতানুগতিক শ্রেণিকক্ষভিত্তিক বিভিন্ন নিয়ম শৃঙ্খলার বাইরে এসে শিক্ষার্থীরা স্বাধীনভাবে নিজের মত করে শিক্ষা গ্রহণ করতে পারে। এতে কোনরকম টিভি, ভিডিও, টেপ রেকর্ডার, ডিভিডি ইত্যাদির প্রয়োজন হয় না, শুধুমাত্র কম্পিউটার ও ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয়। অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ শিক্ষা প্রক্রিয়া সম্পন্ন হয় ও বিষয়ের অগ্রগতি পরিমাপ করা যায়। ফলে শিক্ষার্থীরা খুব সহজেই তাদের শিখন কার্য চালাতে পারে।


18) Distance-leaning কী?

উত্তর: Distance learning বা দূরাগত শিখন হল এমন একটি শিখন ব্যবস্থা যেখানে শিক্ষার্থীকে সব সময় শিক্ষায়তনে উপস্থিত হওয়ার প্রয়োজন হয় না বা শিক্ষকের সঙ্গে সরাসরি কোনরূপ মিথস্ক্রিয়া ঘটে না। যেসব শিক্ষার্থী প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠানে আসতে পারে না তাদের জন্য এটি একটি উপযুক্ত পদ্ধতি। দূরাগত শিখনে শিক্ষার্থীরা ভার্চুয়ালি যেকোন সময় যেকোন স্থান থেকে শিক্ষা লাভ করতে পারে। 1858 সালে লন্ডন বিশ্ববিদ্যালয় সর্বপ্রথম দূরাগত শিখনের শুভারম্ভ হয়েছিল। 


19) ভার্চুয়াল বিশ্ববিদ্যালয় বলতে কী বোঝায়?

উত্তর: ভার্চুয়াল বিশ্ববিদ্যালয় হল অনলাইন শিখন প্রতিষ্ঠান। এখানে ইন্টারনেট ব্যবহার করে কম্পিউটারের মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন রকম ক্লাস, সেমিনার, ওয়ার্কসপ প্রভৃতি প্রদান করা হয়। 


20) MOOCS কী?

উত্তর: অনলাইনের মাধ্যমে বিনামূল্যে যখন কোন কোর্সে অন্তর্ভুক্ত হয়ে শিক্ষা গ্রহণ করা হয় তখন তাকে Massive Open Online Courses (MOOCS) বলা হয়। এটি দূর শিক্ষা ও পত্রযোগে শিক্ষার একটি অত্যাধুনিক রূপ। এখানে ছাত্র-ছাত্রীর কোন নির্দিষ্টতা থাকে না। 


21) সামাজিক যোগাযোগ (Social Networking) বলতে কী বোঝায়?

উত্তর: সামাজিক যোগাযোগ বা সোশ্যাল নেটওয়ার্কিং হল এমন একটি বিষয় যেখানে একজন ব্যক্তি বিভিন্ন ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশনের মাধ্যমে অন্য একজন ব্যক্তির সঙ্গে খুব সহজেই যোগাযোগ স্থাপন করতে পারে। এর মাধ্যমে একদিকে যেমন ব্যক্তিরা নিজেদের মধ্যে যোগসূত্র তৈরি করতে পারে তেমনি বিভিন্ন রকম তথ্যও আদান-প্রদান করতে পারে। এটি সামাজিক উদ্দেশ্য এবং ব্যবসায়িক উদ্দেশ্য পূরণ করতেও সমর্থ। 


22) কয়েকটি সামাজিক যোগাযোগের উদাহরণ দিন।

উত্তর: বর্তমানে প্রচলিত জনপ্রিয় কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম হল- Facebook, WhatsApp, Instagram, Twitter ইত্যাদি।


23) সামাজিক যোগাযোগের কয়েকটি সুবিধা লিখুন। 

উত্তর: ক) খুব দ্রুত গতিতে একে অপরের সাথে সংযোগ সাধন করা যায়। 

খ) বিভিন্ন ধরনের তথ্য সরাসরি অন্য একজনকে খুব সহজে পাঠানো যায়। 

গ) এর মাধ্যমে ছবি, অডিও, ভিডিও প্রভৃতি তথ্য আদান-প্রদান করা যায়। 

ঘ) এটি ব্যক্তিকে বিশ্বব্যাপী সংযোগ স্থাপনের সুবিধা দেয়। 

ঙ) যে কোন ব্যক্তি তার নিজের ওয়েবসাইট, ব্লগ, গ্রুপ ইত্যাদি অপরের কাছে তুলে ধরতে পারে। 


24) Wikipedia বলতে কী বোঝায়?

উত্তর: উইকিপিডিয়া হল একটি প্রকল্প। যেটি ওয়েবভিত্তিক, বহুভাষিক ও মুক্ত বিষয়বস্তুবিশিষ্ট একটি বিশ্বকোষ।  উইকিপিডিয়া বিশ্বের সবচেয়ে বড় ইন্টারনেটভিত্তিক বহুভাষী একটি উন্মুক্ত বিশ্বকোষ। এটি বিশ্বব্যাপী ৩০০টির বেশি ভাষায় পড়া যায়। এখানে বিভিন্ন পেশার উল্লেখযোগ্য জীবনী ছাড়াও মানব ইতিহাসের জ্ঞানের বিভিন্ন শাখার বিস্তারিত তথ্য রয়েছে। যে কোন ব্যক্তি শুধু ইন্টারনেট সংযোগ থাকলেই বিনামূল্যে উইকিপিডিয়ার তথ্য পড়তে পারেন।


25) Wikipedia-র সুবিধাগুলি লিখুন। 

উত্তর: ক) যে কোন ব্যাক্তি সহজে উইকিপিডিয়া ব্যবহার করতে পারে ও সেখানে থাকা লেখাগুলি পড়তে পারে। 

খ) একই সময়ে একই বিষয় বিভিন্ন ব্যক্তিরা একসঙ্গে পড়তে পারে।

গ) এখানে যে কোন তথ্যকে সহজে সম্পাদন করা যায়।

ঘ) একের বেশি ভাষাতে ব্যবহারকারী এখান থেকে তথ্য সংগ্রহ করতে পারে। 

ঙ) এখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে তথ্য সংগ্রহ করা যায়। 


এই অধ্যায়ের পূর্ববর্তী সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পেতে এখানে ক্লিক করুন।

0 Comments: