.png)
আই পি অ্যাড্রেস এবং ডোমেইন নেম পদ্ধতি (IP Address & Domain Name system)
IP Address & Domain Name system
IP Address:-
আমরা যেমন কোন বাড়ির ঠিকানা জানার জন্য প্রথমে গ্রাম বা শহর বেছে নিই, তারপর কোন পাড়ায় বাড়িটি রয়েছে সেটি জেনে নিয়ে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে পারি। ঠিক সেরকম ইন্টারনেটের সঙ্গে যুক্ত প্রতিটি কম্পিউটারের একটি পরিচিতি নম্বর থাকে যা কম্পিউটারটির ইলেকট্রনিক্স ঠিকানা হিসেবে ব্যবহৃত হয়। একে আই পি অ্যাড্রেস বলা হয়। অনলাইনের মাধ্যমে দুটি ডিভাইসে সংযোগ স্থাপনের জন্য দুটি ডিভাইসের গন্তব্য চিহ্নিত করে ডাটা আদান-প্রদান করার মাধ্যমই হল ইন্টারনেট প্রটোকল এড্রেস (IP Address)। এই IP Address সাধারণত 32 বিটের সংখ্যার মাধ্যমে নির্ধারণ করা হয়। এই 32 বিটের সংখ্যাটিকে দুটি অংশে ভাগ করা হয় প্রথম অংশটিকে বলা হয় নেটওয়ার্ক নম্বর ও পরের অংশটিকে বলা হয় হোস্ট নম্বর। প্রথম অংশে মোট 8 টি বিট থাকে এবং পরের অংশে 24 টি বিট থাকে। এক্ষেত্রে নেটওয়ার্ক নম্বরের মাধ্যমে নির্দিষ্ট নেটওয়ার্ক খুঁজে বের করা হয় এবং হোস্ট নম্বরের সাহায্যে নেটওয়ার্কের নির্দিষ্ট ডিভাইস বা কম্পিউটার কে চিহ্নিত করা হয়। IP Address এ চার সেটের একটি করে ডিজিট থাকে যার প্রত্যেকটিতে 1 থেকে 3 ডিজিটের একটি করে আলাদা আলাদা সেট হয়। প্রত্যেকটি সেট আলাদা করার জন্য একটি ডট (.) ব্যবহার করা হয়। চারটি নম্বরের প্রত্যেকটি 0 থেকে 255 পর্যন্ত হতে পারে (যেমন 64.178.6.219)। বাইনারি হিসেবে তা 00000000 থেকে 11111111 পর্যন্ত হয়।
এই সাংখ্যিক প্রটোকল ছাড়া পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে ওয়েবের মাধ্যমে ডাটা আদান-প্রদান করা একেবারেই অসম্ভব। IP Addres সাধারণত দুই প্রকারের হয়। একটি স্ট্যাটিক ও অপরটি ডাইনামিক। স্ট্যাটিক আই পি অ্যাড্রেস কখনো পরিবর্তন করা যায় না। দূরবর্তী কম্পিউটারের সঙ্গে যোগাযোগ করার জন্য এটি একটি সহজ এবং নির্ভরযোগ্য পন্থা। আর ডায়নামিক আই পি অ্যাড্রেস অস্থায়ী, এখানে কম্পিউটারে একটি নির্দিষ্ট সময়ের জন্য ইন্টারনেট ব্যবহার করা হয়।
Domain name system:-
প্রত্যেকটি ওয়েবসাইটের একটি নির্দিষ্ট IP Address আছে, তবে এই আই পি অ্যাড্রেস এর মাধ্যমে কোন ওয়েবসাইটের নাম মনে রাখা মোটেই সহজ ব্যাপার নয়। তাই এই নাম মনে রাখার জন্য আই পি অ্যাড্রেস এর পরিবর্তে ডোমেইন নেম ব্যবহার করা হয়। প্রত্যেক ব্যক্তির যেমন একটি নির্দিষ্ট নাম থাকে এবং এই নির্দিষ্ট নাম-ই তার পরিচয় বহন করে থাকে, ডোমেন নেমও অনেকটা সেইরকম। শুধুমাত্র ডোমেন নেম এবং ব্যক্তির নামের মধ্যে পার্থক্য হল ব্যক্তির নাম ইউনিক নয় অর্থাৎ একটি নাম একাধিক ব্যক্তির হতে পারে। কিন্তু ডোমেইন নেম সম্পূর্ণ ইউনিক অর্থাৎ একটি ডোমেইন পৃথিবীতে আর দ্বিতীয়টি হয় না। ডোমেইন হল একটি ওয়েবসাইটের ঠিকানা, যার মাধ্যমে ব্যবহারকারীরা একটি ওয়েবসাইটকে সহজেই খুঁজে নিতে পারে। 1983 খ্রিস্টাব্দে আমেরিকান কম্পিউটার সাইন্টিস্ট এবং ইন্টারনেট পয়োনিয়র পল ভি. মকাপেট্রিস (Paul Mockapetris) ডোমেইন নেম সিস্টেমটির উদ্ভাবন করেন এবং সর্বপ্রথম এর বাস্তবায়ন ঘটান। ডোমেইন নেম গঠন করার ক্ষেত্রে যে নিয়ম ও পদ্ধতি অবলম্বন করা হয় তাকেই Domain Name system বলা হয়।
এই সিস্টেমের অন্তর্গত ইন্টারনেটে থাকা হোস্ট কে দুটি জোনে ভাগ করা হয়। যথা- Organizational এবং Geographical। Organizational ডোমেইনগুলি কোন নির্দিষ্ট সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান, বাণিজ্যিক সংস্থা, সরকারি সংস্থা বা আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে edu, বাণিজ্যিক সংস্থার ক্ষেত্রে com, আন্তর্জাতিক সংস্থার ক্ষেত্রে int, সরকারি সংস্থার ক্ষেত্রে gov, অন্যান্য সংস্থার ক্ষেত্রে org, নেটওয়ার্ক সোর্সের ক্ষেত্রে net ইত্যাদি ব্যবহার করা হয়। অপরদিকে Geographical ডোমেইনগুলি কোন নির্দিষ্ট স্থানের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন ভারতবর্ষে in, আমেরিকায় us, রাশিয়ায় ru, বাংলাদেশ bd নামে ব্যবহার করা হয়। এগুলি ছাড়াও আরও কিছু Generic Domains রয়েছে, যেমন- কোন ব্যাবসায়িক সংস্থা বা ফার্মের ক্ষেত্রে firm, খুচরা বিক্রেতার জন্য store, তথ্য পরিষেবা প্রদানকারীতে info এবং সাংস্কৃতিক সংস্থার ক্ষেত্রে arts ইত্যাদি ডোমেইন গুলি বর্তমানে ব্যবহার করা হচ্ছে ।
0 Comments: