প্রযুক্তি সহায়ক শিক্ষাবিজ্ঞানগত দক্ষতা (Techno Pedagogic Skills)
INFO Breaking
Live
wb_sunny

Breaking News

প্রযুক্তি সহায়ক শিক্ষাবিজ্ঞানগত দক্ষতা (Techno Pedagogic Skills)

প্রযুক্তি সহায়ক শিক্ষাবিজ্ঞানগত দক্ষতা (Techno Pedagogic Skills)

 


১) প্রযুক্তি সহায়ক শিক্ষাবিজ্ঞানগত দক্ষতা কী? (What is Techno Pedagogic Skills?)

উত্তর:- প্রযুক্তি সহায়ক শিক্ষাবিজ্ঞান অত্যাধুনিক শিক্ষাব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। আক্ষরিক অর্থে 'পেডাগজি' শব্দের অর্থ শিক্ষণের কলা ও বিজ্ঞান। আবার 'টেকনো' বলতে বোঝায় প্রযুক্তি এবং 'স্কিল' হল দক্ষতা। অর্থাৎ Techno Pedagogic Skills বলতে বোঝায় দক্ষতার সঙ্গে প্রযুক্তির সাহায্য নিয়ে শিক্ষা সংক্রান্ত বিষয় বা শিক্ষাদানে অগ্রণী ভূমিকা পালন করা, যাতে শিক্ষার্থীরা সঠিকভাবে শিক্ষাগ্রহণ করতে পারে।


২) প্রযুক্তিগত সমন্বয় বলতে কী বোঝায়? (What do you mean by Technological Integration?)

উত্তর:- প্রযুক্তিগত সমন্বয় বলতে শিক্ষাক্ষেত্রের বিভিন্ন স্তরে প্রযুক্তি সম্বলিত উপাদানের ব্যবহারকে বোঝানো হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা কম্পিউটার ও প্রযুক্তিগত দক্ষতাগুলিকে কাজে লাগিয়ে তাদের শিখন প্রক্রিয়াকে পরিচালনা করতে ও বিষয়ভিত্তিক সমস্যার সমাধান করতে পারে। এই প্রযুক্তিগত সমন্বয়ের দ্বারা শিক্ষার্থীরা খুব সহজ-সরল ও অর্থবহ উপায়ে কম্পিউটার ব্যবহারের দক্ষতা গুলি সম্পর্কে শিখতে পারে ও কোন্ পরিস্থিতিতে সেগুলিকে ব্যবহার করবে তা জানতে পারে। সাধারণ অর্থে প্রযুক্তিগত রিসোর্সগুলির মধ্যে সংযোগ স্থাপন করাই হল প্রযুক্তিগত সমন্বয়। 


৩) বার্তা মাধ্যম বলতে কী বোঝেন? (What do you mean by Media Message?)

উত্তর:- যোগাযোগ প্রক্রিয়াকে সঠিকভাবে সম্পন্ন করতে হলে বার্তা যেমন দরকার তেমন মাধ্যমও দরকার। এই দুটি বিষয়ের মধ্যে সামঞ্জস্য বিধানের মাধ্যমেই যোগাযোগ প্রক্রিয়া সম্পন্ন হয়। বার্তাকে সঠিকভাবে উপস্থাপন করার জন্য বিভিন্ন মাধ্যম পরস্পর সংযুক্ত হয়ে কাজ করে। 


৪) যে কোন চারটি বার্তা মাধ্যমের উল্লেখ করুন (Mention any four type of Media Message)

উত্তর:- বার্তা আদান-প্রদানের জন্য বিভিন্ন ধরনের মাধ্যম ব্যবহার করা হয়ে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি মাধ্যম হল- 

i) রেডিও

ii) টেলিভিশন 

iii) ইন্টারনেট 

iv) টেলিফোন  


৫) বার্তা মাধ্যমের চারটি সুবিধা লিখুন। (Write any four advantages of Media Message)

 উত্তর:- i) বার্তা মাধ্যমগুলির সাহায্যে সংযোগ স্থাপন করা যায়।

ii) বার্তা মাধ্যমগুলি সামাজিক সহায়তামূলক কাজে সাহায্য করে।

iii) শিক্ষাক্ষেত্রে এর সাহায্যে খুব সহজেই শিক্ষাগ্রহণ করা যায়।

iv) বিশ্বের বিভিন্ন বিষয় সম্বন্ধে আপডেট তথ্য পাওয়া যায়।


৬) বার্তা মূলতঃ কয় প্রকার ও কী কী? (What are the type of Message?)

উত্তর:- বার্তা মূলতঃ তিন প্রকারের হয়ে থাকে-

i) মৌখিক (Oral)

ii) লিখিত (Written)

iii) মৌখিক ও লিখিত (Oral and Written)


৭) গতানুগতিক বার্তা কী? (What is Formal Message?)

উত্তর:- বিধিবদ্ধ ও সর্বজনগ্রাহ্য নিয়মে যে বার্তা সম্পাদন করা হয় তাকে গতানুগতিক বার্তা বলা হয়। সাধারণত পেশাদার আলোচনা, কর্পোরেট মিটিং, সম্মেলন অথবা কোন অফিশিয়াল যোগাযোগ, প্রতিবেদন, মেমো ইত্যাদির ক্ষেত্রে লিখিত আকারে গতানুগতিক বার্তা সম্পন্ন করা হয়।


৮) বার্তার বিশ্বস্ততা বলতে কী বোঝেন? (What do you mean by Message Credibility?)

উত্তর:- ম্যাসেজ ক্রেডিবিলিটি বলতে কোন বার্তা বা ম্যাসেজের উদ্দেশ্যভিত্তিক ও বিষয়-উপাদানভিত্তিক বিশ্বাসযোগ্যতাকে বোঝান হয়। ম্যাসেজ ক্রেডিবিলিটি প্রধানত কোন যোগাযোগ ব্যবস্থার যুক্তিভিত্তিক মানের দ্বারা নির্ধারিত হয়ে থাকে।


৯) মাধ্যমের বিশ্বস্ততা বলতে কী বোঝেন? (What do you mean by Media Fidelity?)

উত্তর:- মিডিয়া ফিডেলিটি বলতে কোন যোগাযোগ ব্যবস্থায় যে মাধ্যমের মধ্য দিয়ে বার্তা বা ম্যাসেজটি প্রেরক থেকে গ্রাহকের কাছে পৌঁছায় সেই মাধ্যম সম্পর্কিত বিশ্বস্ততাকে বোঝানো হয়। মিডিয়া ফিডেলিটি ওই মিডিয়া বা মাধ্যমের অন্তর্গত বিভিন্ন উপাদানের দ্বারা প্রভাবিত হয়ে থাকে। অর্থাৎ মিডিয়ার অন্তর্গত উপাদানগুলির দ্বারা ওই মিডিয়ার ফিডেলিটির মাত্রা নিরূপণ করা যায়।


১০) বার্তার চলন কী? (What is Message Currency?)

উত্তর:- বার্তার চলন বা যোগাযোগ প্রক্রিয়া প্রায় একই রকমের। তাই বার্তার চলনকে একটি দ্বিমুখী প্রক্রিয়া হিসেবে গণ্য করা যায়। যে কোন ব্যক্তির কাছে টাকা (Currency) যেমন খুব গুরুত্বপূর্ণ ঠিক একইভাবে যোগাযোগ ব্যবস্থায় বার্তা বা ম্যাসেজও সেরকম গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই এক্ষেত্রে Message Currency শব্দটিকে ব্যবহার করা হয়েছে। বার্তার চলন প্রক্রিয়ার মাধ্যমে একজন ব্যক্তি অন্যজনের সঙ্গে তথ্য আদান প্রদান করে থাকে। এখানে প্রেরক গ্রাহককে উদ্দেশ্য করে কিছু তথ্য প্রেরণ করেন। তবে শুধুমাত্র তথ্য প্রেরণের মাধ্যমে এই প্রক্রিয়াটি সীমাবদ্ধ নয়। গ্রাহক কতটা সঠিক ভাবে তথ্য গ্রহণ করতে সক্ষম হয়েছে সেটাও এখানে বিচার্য বিষয়।


১১) যোগাযোগ মডেল কী? (What is Communication Model?)

উত্তর:- কমিউনিকেশন বা যোগাযোগ মডেল হল একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া। যা একটি যোগাযোগ ব্যবস্থা কিভাবে পরিচালিত হয় সেই সম্পর্কে আমাদের সচেতন করে থাকে। এই মডেলগুলি একটি যোগাযোগ ব্যবস্থাকে সঠিকভাবে পরিচালনা করতে নির্দিষ্ট ক্রম মেনে চলে। প্রত্যেকটি কমিউনিকেশন মডেল কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্যের দ্বারা পরিচালিত হয়ে থাকে।


১২) SMCR মডেল বলতে কী বোঝায়? (What do you mean by SMCR Model?)

উত্তর:- 1960 খ্রিস্টাব্দে ডেভিড বার্লো শ্যানন উইভারের কমিউনিকেশন মডেলটিকে সম্প্রসারণ করেছিলেন। যেটি 'প্রেরক-বার্তা/ম্যাসেজ-চ্যানেল-গ্রাহক' (Sender-Messege-Channel-Receiver Model of communication) কমিউনিকেশন মডেল নামে পরিচিত। তিনি যোগাযোগ ব্যবস্থাকে আরও কার্যকরী করে তোলার জন্য যোগাযোগ ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন উপাদানগুলিকে সঠিকভাবে বর্ণনা করেছেন। এই উপাদানগুলি হল- প্রেরক (Sender) বার্তা/মেসেজ (Message) চ্যানেল (Channel) ও গ্রাহক (Receiver)। 

0 Comments: