ব্লগ তৈরি করা (Creating a Blog)
INFO Breaking
Live
wb_sunny

Breaking News

 ব্লগ তৈরি করা

 (Creating a Blog)

    নিজের প্রাত্যহিক জীবনের কিছু ঘটনা অথবা কোন একটি নির্দিষ্ট ঘটনা নিয়ে ধারাবাহিকভাবে লেখা বা কোন একটি নির্দিষ্ট বিষয়ের উপর ধারাবাহিকভাবে লেখার মাধ্যমে ইন্টারনেটে সবার সঙ্গে শেয়ার করকে ব্লগিং বলা হয়। যেসব ওয়েবসাইটে এই লেখাগুলো প্রকাশ করা হয় তাকে ব্লগ বলে। যারা ব্লগে পোস্ট দেয় তাদেরকে ব্লগার বলা হয়। Blog শব্দটির আবির্ভাব 'Weblog' থেকে। মার্কিন নাগরিক জন বার্জার 1997 খ্রিস্টাব্দের 17ই ডিসেম্বর সর্বপ্রথম Weblog শব্দটি ব্যবহার করেন। এর ঠিক দুই বছর পর 1999 খ্রিস্টাব্দে পিটার মহোলজ নামে এক ব্যক্তি Weblog শব্দটিকে ভেঙে দুই ভাগ করেন- We Blog, এরপরই সারা বিশ্বব্যাপী ব্লগ জনপ্রিয় হতে শুরু করে। Oxford Dictionary তে Blog সম্পর্কে বলা হয়েছে- Blog is a personal record that somebody puts on their website giving an account of their activities and opinions and discussing places on the Internet they have visited.



    Blogger হল বিনামূল্যে ব্লগ তৈরি করার একটি প্লাটফর্ম, যা 2003 খ্রিস্টাব্দ থেকে Google দ্বারা পরিচালিত হয়ে আসছে। এটি শেখা এবং ব্যবহার করা খুবই সহজ। একজন শিক্ষক Blogger.com ব্যবহার করে বিনামূল্যে কিভাবে একটি ব্লগ তৈরি করবেন সে বিষয়ে এখানে বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে।

    একটি নতুন ব্লগ তৈরি করতে হলে কতগুলি নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হয়। এই পদ্ধতিগুলি সম্পর্কে নিম্নে আলোচনা করা হল- 

Step-1: Google account login- সর্বপ্রথমে কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইলে Blogger.com ওয়েবসাইটে গিয়ে Login to blogger account এ ড্যাশবোর্ড বা ব্লগারের home page পাওয়া যাবে। সেখানে 'Create your blog' লিংক-এ ক্লিক করতে হবে। এরপর একটি Google account login পেজ দেখা যাবে। এবার Account login পেজে নিজের ইমেইল ঠিকানা এবং পাসওয়ার্ড দিয়ে Google account এ Login করতে হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে জিমেইল অ্যাকাউন্টে লগইন করা মানেই ব্লগার অ্যাকাউন্টে লগইন করা। আলাদা ভাবে ব্লগারে লগইন বা সাইনআপ করার প্রয়োজন নেই।

Step-2: Blogger profile name: ব্লগারে লগইন করার পর Confirm your profile এ গিয়ে Display name বক্সে একটি প্রোফাইল নাম (যেমন "Edusolve") সেট করে Continue to blogger বাটনে ক্লিক করতে হবে। এই প্রোফাইল নামটি দিয়ে নিজের লেখা আর্টিকেলগুলি ব্লগে publish বা প্রচার করা হবে।

Step-3: Blog details: এই পেজে স্ক্রীনে তিনটি অপশন title, adress, theme দেখাবে, যেগুলি নতুন ব্লগের সাথে যুক্ত। এবার Title এ গিয়ে নিজের ব্লগ সম্পর্কে দু-এক লাইন লিখতে হবে। এরপর ব্লগে URL address সেট করতে হবে এবং নিজের ব্লগের জন্য একটি .in, .com, বা . info-র মত টপ লেভেল ডোমেইন সেট করতে হবে। এখন থিম অপশনে গিয়ে পছন্দমত একটি থিম সিলেক্ট করে create bolg-এ ক্লিক করতে হবে।

Step-4: Google domain option: এই পেজে Google domain থাকবে। সেখানে ফাইন্ড এ ডোমেইন বাক্সে ব্লগের জন্য পছন্দমত টপ লেভেল ডোমেইন (.in, .com, .org ইত্যাদি) রেজিস্টার করা যাবে। এক্ষেত্রে ডোমেইন কেনার জন্য কিছু অর্থ খরচ করতে হবে। আর ডোমেইন রেজিস্টার না করতে চাইলে No thanks লিংক-এ ক্লিক করতে হবে, তাহলে কোন অর্থ ব্যয় করতে হবে না। তবে ব্লগে ডোমেইন ব্যবহার করা বাধ্যতামূলক নয়। 

Step-5: Ready your Blog: ব্লগ তৈরি হয়ে যাওয়ার পর ড্যাশবোর্ড থেকে অ্যাড্রেসে গিয়ে ব্লগের ডিজাইন বা লাইভ ভিউ দেখা যাবে, নিউ পোস্টে গিয়ে নতুন আর্টিকেল পাবলিশ করা যাবে এবং ব্লগ ডিজাইন বা নতুন পেজ যোগ করা যাবে। নতুন ব্লগের URL adress টি অন্য কেউ ইন্টারনেটে সার্চ করলে যে কেউ তৎক্ষনাৎ আপনার ব্লগ পেয়ে যাবে।

    শিক্ষাক্ষেত্রে  বিভিন্ন ব্লগ থেকে শিক্ষার্থীরা নানান ধরনের বিষয় সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারে। ব্লগারদের তৈরি শিক্ষামূলক ব্লগ থেকে শিক্ষার্থীরা বিনামূল্যে তাদের প্রয়োজনীয় বিষয়গুলি সংগ্রহ করতে পারে। এছাড়াও একজন ব্যক্তি তার নির্দিষ্ট ব্লগে আর্টিকেলস্ পাবলিশ করে অর্থ উপার্জন করতে পারেন। 

5 নম্বরের আরও প্রশ্নের উত্তর পেতে এখানে ক্লিক করুন।

0 Comments: